• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
মুরাদনগরে এক পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা: অভিযোগ তারা মাদক কারবারি শিবচরে সপ্তাহব্যাপী জাতীয় ফল ও ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন ছাত্র-জনতার ধাওয়ায় ডোবায় ঝাঁপ দিলেন কেশবপুর পৌরসভার সাবেক মেয়র বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২ ৫৬ বন্দির সাজা মওকুফ: কোন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন কতজন সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন: আমীর খসরু বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐকমত্য গঠনের চেষ্টা করে যাচ্ছে : সালাহউদ্দিন আহমদ তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত : আলী রীয়াজ নিজের গাছের পাকা কাঁঠাল পেড়ে এনসিপি নেতাদের আপ্যায়ন করলেন কৃষক ইসির ‘ব্যালট’ প্রকল্পে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান

অবশেষে মেসির গোল, তিন ম্যাচ পর মায়ামির জয়

প্রভাত রিপোর্ট / ৬৫ বার
আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস: সময়টা ভালো যাচ্ছিল না কারও জন্যই। না লিওনেল মেসির, না ইন্টার মায়ামির। একাধিক ম্যাচে গোল ও জয়খরার পর অবশেষে আজ গোল করেছেন মেসি, জয়ে ফিরেছে মায়ামিও। আজ ফ্লোরিডায় মেজর লিগ সকারের ম্যাচে নিউইয়র্ক রেডবুলসকে ৪–১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে মায়ামি।
এটি টানা তিন হারের পর মায়ামির প্রথম জয়। আর টানা চার ম্যাচ গোলহীন থাকা মেসি করেছেন একটি গোল। এ ছাড়া গোল করেছেন লুইস সুয়ারেজ, মার্সেলো ভেইগান্ট আর ফাফা পিকাল্ট। এই জয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় চারে উঠে এসেছে ইন্টার মায়ামি। ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামের ম্যাচটিতে ৯ মিনিটেই মায়ামিকে এগিয়ে দেন পিকাল্ট। ৩০ মিনিটে ব্যবধানে দ্বিগুণ হয় ভেইগান্টের গোলে। আর ম্যাচের ৩৯ মিনিটে সুয়ারেজ স্কোরলাইন করে ফেলেন ৩–০। এই গোলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচের গোলখরা কাটান সাবেক উরুগুইয়ান তারকার। গত বছর এমএলএস কাপের ফাইনাল খেলা রেডবুলস টানা তিন গোল হজমের পর এরিক ম্যাক্সিম চুপো–মোটিংয়ের সৌজন্যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। গত বছর বায়ার্ন মিউনিখ থেকে আসা এই ক্যামেরুনিয়ান ৪৩তম মিনিটে রেডবুলসকে গোল এনে দেন। মেসির গোলটি আসে ম্যাচের ৬৭তম মিনিটে। দ্বিতীয়ার্ধের একমাত্র গোলটি আসে মেসিরই তৈরি করা আক্রমণ থেকে। বক্সের বাইরে থেকে মেসি তালেসকো সেগোভিয়ার সঙ্গে দ্রুত দুবার বল দেওয়া–নেওয়া করেন। ততক্ষণে বক্সের মধ্যে ঢুকে যাওয়া আর্জেন্টাইন তারকা দুই ডিফেন্ডারের চাপ সামলে বাঁ পায়ের জোরালো শট বল জালে পাঠান। এটি চলতি বছর মায়ামির হয়ে ১৩ ম্যাচে মেসির ৮ম গোল। আর ক্যারিয়ারের ৮৫৯তম। এমএলএস ইস্টার্ন কনফারেন্সে ১০ ম্যাচে মায়ামির পয়েন্ট ২১। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে কলম্বাস ক্রু, সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ফিলাডেলফিয়া।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও