• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
মুরাদনগরে এক পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা: অভিযোগ তারা মাদক কারবারি শিবচরে সপ্তাহব্যাপী জাতীয় ফল ও ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন ছাত্র-জনতার ধাওয়ায় ডোবায় ঝাঁপ দিলেন কেশবপুর পৌরসভার সাবেক মেয়র বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২ ৫৬ বন্দির সাজা মওকুফ: কোন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন কতজন সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন: আমীর খসরু বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐকমত্য গঠনের চেষ্টা করে যাচ্ছে : সালাহউদ্দিন আহমদ তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত : আলী রীয়াজ নিজের গাছের পাকা কাঁঠাল পেড়ে এনসিপি নেতাদের আপ্যায়ন করলেন কৃষক ইসির ‘ব্যালট’ প্রকল্পে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান

কাফু সবাইকে ৫টা বিশ্বকাপ জয়ের কথা মনে করিয়ে দিলেন

প্রভাত রিপোর্ট / ৭২ বার
আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস: ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর নতুন বিতর্কে ঢুকে পড়ে ব্রাজিল। ব্রাজিলের বিদেশি কোচ সন্ধান থেকেই মূলত এই বিতর্কের শুরু। রোনালদো নাজারিওর মতো কিংবদন্তিদের কেউ কেউ বিদেশি কোচের পক্ষে বললেও রিভালদোর মতো অনেকে আবার বিপক্ষেও ছিলেন। শেষ পর্যন্ত অবশ্য বিদেশি কোচ নিয়োগ দিতে পারেনি ব্রাজিল। কার্লো আনচেলত্তির কোচ হওয়ার কথা থাকলেও পরে সেটি হয়নি। কিন্তু এখন এসে আবার দৃশ্যপটে আনচেলত্তি। শোনা যাচ্ছে, ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন ইতালিয়ান এই কোচ। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফুও।
কোচ আনচেলত্তির প্রশংসা করলেও আপাতত স্থানীয় কোচেই সমাধান দেখছেন কিংবদন্তি এই রাইটব্যাক। পাশাপাশি মনে করিয়ে দিয়েছেন, দেশি কোচ নিয়েই ৫ বার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল।
আনচেলত্তির ব্রাজিল দলের দায়িত্ব নেয়া প্রসঙ্গে কাফু বলেছেন, ‘যদি আনচেলত্তিকে নির্বাচন করা হয়, তবে আমরা তাঁকে স্বাগত জানাব। কিন্তু আমরা একমাত্র দল হিসেবে পাঁচবার বিশ্বকাপ জিতেছি বিদেশি কোচ ছাড়াই। আমাদের সব সময় দেশি কোচই ছিল, এটাই ব্যাপার। ব্যাপারটা এমন না যে একজন বিদেশি কোচের জাতীয় দলে আসা উচিত। কিন্তু আমি এই বিশ্বকাপের জন্য ব্রাজিলিয়ান কোচের ওপরই বাজি ধরব। এর কারণ ব্যাখ্যা করে কাফু আরও বলেছেন, ‘কেন? টুর্নামেন্টের এখন বছর দেড়েক বাকি। তাই একজন কোচকে আমি পরিকল্পনা তৈরির এবং বিশ্বকাপ জয়ের জন্য দল গঠনের সুযোগ দিতে চাই। ২০৩০ সালের মধ্যে, দীর্ঘ যোগ্যতা অর্জনের সময়কাল বিবেচনা করে, চার বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন বিদেশি কোচ কাজটি করতে পারবেন। আপাতত দেশি কোচে সমাধান খুঁজলেও আনচেলত্তির প্রশংসায় কার্পণ্য করেননি কাফু, ‘আনচেলত্তি একজন অসাধারণ কোচ। এমনকি, তিনি শুধু একজন কোচই নন, মিলানে তিনি বাবা, বন্ধু এবং ভাইয়ের মতো ছিলেন। মাঠে এবং মাঠের বাইরে দুই জায়গাতেই। ম্যাচ এবং অনুশীলন সেশনগুলোর পাঠ কীভাবে করতে হয়, সেটাও তিনি জানেন। তিনি তাঁর খেলোয়াড়দের ভালোবাসা দিয়ে আগলে রাখেন। তিনি এমন কোচ, যিনি যেখানে গেছেন সেখানেই জিতেছেন। ফলে জাতীয় দলকে জেতার জন্য তিনি সহায়তা করতে পারবেন।’
জবাবে বিশ্বফুটবলের অন্যতম হেভিওয়েট এই কোচ জানান, ‘আমি পরিষ্কার করে বলতে পারি– এই ক্লাব, এর সব খেলোয়াড় এবং সমর্থকদের আমি খুব ভালোবাসি, তাদের প্রতি আমার যথেষ্ট সম্মানও আছে। আমি আমার ভবিষ্যৎ নিয়ে (চলতি মে মাসের) ২৫ তারিখের পর কথা বলব, তার আগে নয়। আগামী ২৫ মে’র পর কী হবে, সেই বিষয়ে কোনো প্রশ্নের উত্তর এখন আমার দেওয়ার দরকার নেই।’
লা লিগায় রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচটি হতে পারে ২৪ অথবা ২৫ মে। যেখানে তারা ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নামবে। অর্থাৎ আনচেলত্তির বলা তারিখ ও ব্রাজিলের ডেডলাইনের মধ্যেই নিষ্পত্তি ঘটবে লা লিগার শিরোপা। ফলে তখনই আনচেলত্তি রিয়ালে থাকবেন নাকি ব্রাজিলে যাবেন তা পরিষ্কার হয়ে যাবে। চলতি মৌসুমে রিয়াল কোনো শিরোপা জেতেনি। চ্যাম্পিয়ন্স লিগের সেরা আট থেকে ছিটকে পড়া ছাড়াও দুই স্প্যানিশ প্রতিযোগিতার (সুপারকাপ ও কোপা দেল রে) ফাইনালে হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে।
সবমিলিয়ে রিয়ালের জন্য এই মৌসুমে সান্ত্বনা হতে পারে লা লিগার শিরোপা। যেখানে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা ৩৪ ম‍্যাচে ৭৯ পয়েন্ট পেয়েছে। গতকাল রিয়াল ভায়াদোলিদকে হারিয়ে রিয়ালের চেয়ে তাদের ব্যবধান বাড়ল ৭–এ। এক ম‍্যাচ কম খেলা মাদ্রিদের ক্লাবটির পয়েন্ট ৭২। শেষ ট্রফি জয়ের সুযোগ থাকা সত্ত্বেও ব্রাজিলের কোচ হওয়া নিয়ে গুঞ্জন মানতে পারেননি রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। ফলে তার চাপেই ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে কার্লো মত বদলান বলে আলোচনা উঠেছে।
শুরু থেকেই ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে নিস্পৃহ ছিলেন ইতালিয়ান এই টেকটেশিয়ান। যদিও সিবিএফ তাকে পেতে একেবারে লেগে ছিল বলা চলে। ফলে পরবর্তীতে আনচেলত্তিও তাদের ইতিবাচক সাড়া দেন। এমনকি এবারের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে রিয়ালের বিদায়ের পর তিনি মৌখিকভাবে ব্রাজিলের কোচ হওয়ার কথা পাকাপোক্ত করেন বলে জানায় গণমাধ্যম। কিন্তু ৪৮ ঘণ্টার ব্যবধানে সেই মত বদলে ফেলেন আনচেলত্তি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও