ময়মনসিংহ ব্যুরো : চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার সুবীর চক্রবর্তী (৩৭) হত্যা মামলার আসামী ময়মনসিংহের ভালুকা থেকে থেকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাত আটটার দিকে র্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞতির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞতিতে জানানো হয়, র্যাব-১৪, সিপিএসসি ও র্যাব-৭, সিপিএসসি’র যৌথ অভিযানে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা হতে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার আলোচিত সুবীর(৩৭) হত্যা মামলার এজাহারনামীয় তিন জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞতি আরো জানানো হয়, চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় বাদী প্রবীর চক্রবর্তীর (৩৯) দায়েরকৃত এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে, বাদী প্রবীর চক্রবর্তী (৩৯) এর সাথে আসামীগণের জমি-জমাকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসতেছে। ইতোপূর্বে বিবাদীগণ, বাদীর স্ত্রী সুমা ভট্রাচার্য্য (৩১) কে মারধর করতঃ জখম করায় প্রবীর চক্রবর্তী (৩৯) বাদী হয়ে বিবাদীগণের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা করেন। যাহার মামলা নং-৩, তারিখ- ০৪/০৭/২০২৩ ইং, জিআর নং-২৩৪ ধারা-৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৪৪৭/৩৫৪/৩৭৯/৫০৬/৩৪ পেনাল কোড। যাহা বর্তমান বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। এরই সূত্র ধরে গত ২১/০৩/২৫খ্রি. রাত অনুমান সাড়ে দশ ঘটিকায় চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন ১৪নং পুরানগড় ইউপি. ৩নং ওয়ার্ডের অন্তগত ফকিরখীল সাকিনের উত্তর পাড়াস্থ বিপুল সওদাগরের বাড়ির সামনে রাস্তার উপর এজাহারনামীয় আসামীগণসহ অজ্ঞাতনামা আসামীগণ দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে বাদী ও তার ভাই সুবীর চক্রবর্তী (৩৭) কে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী আঘাত করে গুরুতর জখম করে। পরবর্তীতে জখমী সুবীর চক্রবর্তী (৩৭) কে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই প্রবীর চক্রবর্তী (৩৯), বাদী হয়ে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৪, তারিখ-২২/০৩/২০২৫ খ্রি., ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১০৯/৩৪ পেনাল কোড ১৮৬০। ঘটনার পর সিপিএসসি, র্যাব-৭, চট্টগ্রাম ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।
এরই ধারাবাহিকতায়, র্যাব-৭, সিপিএসসির চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত হত্যা মামলার পলাতক আসামী ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় অবস্থান করছে। এরই প্রেক্ষিতে অধিনায়ক, র্যাব-১৪, ময়মনসিংহ এর নির্দেশনায় সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল শনিবার (৩ মে) ভোর অনুমান ছয় ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাতকানিয়া থানার সুবীর চক্রবর্তী (৩৭) হত্যা মামলার এজাহারনামীয় আসামী ১। দীপ্ত দাস (২৪), ২। সুমিত দাস (১৯), দীপক দাস (৫২) গণকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিদের কে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।