আজ
|| ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি
নোয়াখালীতে নতুন ট্রেনের দাবিতে রেলপথ অবরোধ
প্রকাশের তারিখঃ ৪ মে, ২০২৫
প্রভাত সংবাদদাতা,নোয়াখালী : ঢাকা-নোয়াখালী রুটে বরাদ্দ নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড় ঘণ্টা রেলপথ অবরোধ রাখা হয়েছে। রবিবার (৪ মে) সকাল ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত মাইজদী রেলস্টেশনে সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে শিক্ষার্থী ও সাধারণ জনতা রেললাইনে অবস্থান নেন। এতে চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। আটকা পড়ে ঢাকাগামী আন্তনগর ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম বলেন, ‘২০২৩ সালে ঢাকা-নোয়াখালী রুটে “সুবর্ণচর এক্সপ্রেস” নামে নতুন আন্তনগর ট্রেন বরাদ্দ দেওয়া হলেও এখনও তা চালু হয়নি। এই রুটের যাত্রীরা প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। ফলে বাস সিন্ডিকেট নানাভাবে সাধারণ মানুষকে জিম্মি করছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীদের জন্য নির্ভরযোগ্য ট্রেন সার্ভিস অত্যন্ত জরুরি।’
অবরোধে অংশ নেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ‘আমরা বহুদিন ধরে এই ট্রেনের অপেক্ষায় আছি। অথচ কোনও অজানা কারণে ট্রেন চালু করা হচ্ছে না। তাই বাধ্য হয়েই আমরা শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছি। ৪৮ ঘণ্টার মধ্যে কোনও আশ্বাস না পেলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে।
এ সময় আটকা পড়া উপকূল এক্সপ্রেস ট্রেনের যাত্রী আবদুর রহিম বলেন, ‘আমরা সাময়িক কষ্ট পেলেও তাদের দাবির সঙ্গে একমত। নোয়াখালীতে বাস মালিকদের সিন্ডিকেটের কারণে নতুন বরাদ্দ হওয়া ট্রেনটি চালুই করতে পারেনি। আমরা দ্রুত সুবর্ণচর এক্সপ্রেস ট্রেনটি চালুর দাবি জানাই।
এদিকে মাইজদী কোর্ট স্টেশনের দায়িত্বে থাকা স্টেশনমাস্টার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। তাদের আশ্বাসের প্রেক্ষিতে দেড় ঘণ্টা পর অবরোধকারীরা অবরোধ ছেড়ে দিলে সাড়ে ৭টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’
Copyright © 2025 প্রভাত. All rights reserved.