• রবিবার, ০৪ মে ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
বাগেরহাটে চারদলীয় নৈশ হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত মেঘনা ব্যাংক-এ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) ফাউন্ডেশন ট্রেইনিং কোর্স উদ্বোধন মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি: নিরাপত্তা উপদেষ্টা স্বাধীন সাংবাদিকতায় আজও বৈরী পরিবেশে টিকে থাকার লড়াই চলছে সংকট হচ্ছে, গণতন্ত্রই নেই: ফখরুল এবার আন্দোলনে কারিগরি শিক্ষকরা, দাবি পূরণে ৪ দিনের আল্টিমেটাম গণমাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপ অনেক কমে গেছে : নাহিদ ইসলাম প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে ভবিষ্যৎ ভালো হবে না : উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে কানামাছি খেলছে : রিজভী রাজনৈতিক সরকার এলে গণমাধ্যম সূচকে পেছাবো না, এ নিশ্চয়তা কে দেবে

পুতিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫

প্রভাত ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, কমপক্ষে ৩০ দিনের যুদ্ধবিরতি ছাড়া কোনও অর্থপূর্ণ আলোচনা সম্ভব নয়। শনিবার (৩ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, শুক্রবার কিয়েভে এক গোপন সাংবাদিক সম্মেলনে (যার বক্তব্য শনিবার প্রকাশিত হয়) জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাবকে “নাটকীয় প্রদর্শনী” হিসেবে বর্ণনা করেন। পুতিন এই তিন দিনের যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে।
জেলেনস্কি বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের দেওয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে ভিত্তি ধরেছি। মাত্র তিন দিন যুদ্ধ বন্ধ করে কোনও বাস্তব আলোচনা সম্ভব নয়”। তিনি বিদেশি নেতাদের মস্কো না যাওয়ার আহ্বান জানান, বিশেষ করে ৯ মে’র বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ না দিতে অনুরোধ করেন। জেলেনস্কি বলেন, “রাশিয়ার মাটিতে কী হচ্ছে, তার জন্য আমরা কোনও দায়িত্ব নিতে পারি না। সেখানে আপনারা যদি যান, নিরাপত্তার দায়িত্ব তাদের, আমাদের নয়। তাই আমরা কোনও সুরক্ষার গ্যারান্টি দিতে পারি না।”
জেলেনস্কির এই মন্তব্যকে রাশিয়ান কর্মকর্তারা হুমকি হিসেবে ব্যাখ্যা করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই মন্তব্যকে “বিদেশি নেতাদের সরাসরি ভয় দেখানো” বলে অভিযুক্ত করেছেন। এছাড়া সাবেক রাশিয়ান প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জেলেনস্কিকে “কথার উসকানি বন্ধ করার” আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও