আজ
|| ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
ভায়াদোলিদের মাঠে ২-১ গোলে জয় পেলো বার্সেলোনা
প্রকাশের তারিখঃ ৪ মে, ২০২৫
প্রভাত স্পোর্টস: শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়া। তারপর ঘুরে দাঁড়িয়ে জয়। ইউরোপের ফুটবলে ‘কামব্যাক’-এর কথা বললে সবার আগে চোখে ভাসে রিয়াল মাদ্রিদের নাম। মাঝে একটা সময় তো যেন ঘুরে দাঁড়ানোর বিশেষজ্ঞই হয়ে উঠেছিল রিয়াল।
তবে এখন বোধ হয় রিয়াল মাদ্রিদ নয়, ‘কামব্যাক কিং’ তকমাটা বার্সেলোনার সঙ্গেই বেশি মানানসই। ঘুরে দাঁড়ানো জয়টাকে যে ইদানীং অভ্যাস বানিয়ে ফেলেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ নয়, এখন হান্সি ফ্লিকের বার্সেলোনাই যেন কামব্যাক স্পেশালিস্ট। গত রাতেই যেমন ভায়াদোলিদের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলের দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে মাত্র ছয় মিনিটের ব্যবধানে রাফিনিয়া (৫৪তম মিনিট) ও ফারমিন লোপেজের (৬০তম মিনিট) গোল বার্সেলোনাকে ম্যাচ থেকে পুরো ৩ পয়েন্ট এনে দেয়।
এই মৌসুমে (২০২৪-২৫) লা লিগায় বার্সেলোনা এ নিয়ে পঞ্চমবার পিছিয়ে পড়েও ম্যাচ জিতল। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনা এই মৌসুমে পিছিয়ে পড়েও ম্যাচ জিতেছে ৮টি, যার মধ্যে শুধু ২০২৫ সালেই ৬টি। এর আগে স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রের ফাইনালসহ চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচে পিছিয়ে পড়েও জিতেছে বার্সেলোনা। ভায়াদোলিদের বিপক্ষে জয়টি বার্সেলোনার এই মৌসুমে ৫৫ ম্যাচে ৪১তম। এর মধ্যে লা লিগায় ২৫টি, চ্যাম্পিয়নস লিগে ৯টি, কোপা দেল রেতে ৫টি ও সুপার কাপে ২টি ম্যাচ জিতেছে বার্সেলোনা। পুরো মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে গোল করেছে ১৬০টি, ম্যাচপ্রতি ২.৯০ গোল।
দুর্দান্ত এই জয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। ৩৪ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭৯, ৩৩ ম্যাচে রিয়ালে ৭২।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.