আজ
|| ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
মেঘনা ব্যাংক-এ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) ফাউন্ডেশন ট্রেইনিং কোর্স উদ্বোধন
প্রকাশের তারিখঃ ৪ মে, ২০২৫
অর্থনীতি ডেস্ক : সম্প্রতি মেঘনা ব্যাংক পিএলসির নতুন নিয়োগপ্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) ফাউন্ডেশন ট্রেইনিং এর উদ্বোধনী অনুষ্ঠান ব্যাংকের প্রশিক্ষণ কেন্দ্র সেন্টার ফর এক্সেলেন্স -এ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কাজী আহ্সান খলিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “চলমান ব্যাংকিং ব্যবেস্থায় পরিবর্তনের সাথে তাল মিলিয়ে পেশাগত উৎকর্ষতা অর্জনে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। তিনি নতুন এমটিওদের ব্যাংকের মূল্যবোধ ও সেবার মান বজায় রেখে পেশাগত দায়িত্ব
পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানবসম্পদ বিভাগের প্রধান জনাব রাশেদুল আলম এবং প্রতিষ্ঠানের প্রিন্সিপাল জনাব এ.কে. মজিবুর রহমান। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নতুন কর্মকর্তারা ব্যাংকিং খাতের মৌলিক জ্ঞান, দক্ষতা ও
মেঘনা ব্যাংকের কর্পোরেট সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করবেন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.