আজ
|| ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি
অজয়ের রসিকতায় ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে বন্ধুর বউ
প্রকাশের তারিখঃ ৬ মে, ২০২৫
প্রভাত বিনোদন : অজয় দেবগণ যে প্র্যাঙ্কস্টার, তা কে না জানেন! সহ-অভিনেতাদের সঙ্গে শুটিংসেটে প্রায়শই মজা করতে দেখা যায় তাকে। কিন্তু জীবনে প্র্যাঙ্ক করতে গিয়ে বড় খেসারতও দিতে হয়েছে অভিনেতাকে। এই যেমন একবার সহ-অভিনেতার স্ত্রীর সঙ্গে প্র্যাঙ্ক করতে গিয়ে সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে বসেন অজয়। অবস্থা এতটাই গুরুতর হয়ে যায় যে, ঘুমের ওষুধ খেয়ে ফেলেন সেই অভিনেতার স্ত্রী। তাকে ভর্তি করতে হয় হাসপাতালে। ঘটনার কথা নিজেই স্বীকার করেছেন অজয়। তার কথায়, ‘রাতে আমাদের শুটিং হতো। তখন ওদের সদ্য বিয়ে হয়েছে। সকাল হলেই স্বামীর সঙ্গে দেখা করতে আসত স্ত্রী। তো আমি মজা করেই অভিনেতার স্ত্রীকে বলতাম, তোমার স্বামী পরকীয়া করছে! রাত্রিবেলা কোনও শুট হচ্ছে না। আমরা সবাই সাড়ে দশটার মধ্যেই ঘরে ফিরে যাচ্ছি। কিন্তু ও কী করছে কেউ জানি না।
প্রথমটায় বিশ্বাস করেননি অভিনেতা-পত্নী। অজয় যে প্র্যাঙ্ক করে থাকেন সে খবর ছিল তার কাছেও। এইভাবে টানা আট দিন চলার পর নবম দিনেই হয় সমস্যা! স্বামীর সঙ্গে বিশাল ঝামেলা বাধে স্ত্রীর! ফলাফল, ঘুমের ওষুধ খেয়ে ফেলেন সেই নারী। নিয়ে যেতে হয় হাসপাতালে। ভাগ্য সহায়, বড় কিছু হয়নি। এড়ানো গেছে দুর্ঘটনা। এরপরেও কিন্তু প্র্যাঙ্ক করা কমিয়ে দেননি অজয়। 'গোলমাল ৩'-এর সেটে কারিনা কাপুরকেও নকল বোমা নিয়ে প্র্যাঙ্ক করেছিলেন অজয়।দেখিয়েছিলেন ভূতের ভয়। অজয় যেন শুনেও শোনেনা। যে কারণে তিনি ও অক্ষয় কুমার বলিউডে সিনেমার শুটিংসেটের অন্যতম বড় 'প্র্যাঙ্কবাজ' হিসেবেই পরিচিত।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.