• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
মুরাদনগরে এক পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা: অভিযোগ তারা মাদক কারবারি শিবচরে সপ্তাহব্যাপী জাতীয় ফল ও ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন ছাত্র-জনতার ধাওয়ায় ডোবায় ঝাঁপ দিলেন কেশবপুর পৌরসভার সাবেক মেয়র বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২ ৫৬ বন্দির সাজা মওকুফ: কোন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন কতজন সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন: আমীর খসরু বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐকমত্য গঠনের চেষ্টা করে যাচ্ছে : সালাহউদ্দিন আহমদ তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত : আলী রীয়াজ নিজের গাছের পাকা কাঁঠাল পেড়ে এনসিপি নেতাদের আপ্যায়ন করলেন কৃষক ইসির ‘ব্যালট’ প্রকল্পে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান

কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহসেরা দলে সামিত

প্রভাত রিপোর্ট / ৫০ বার
আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস: সামিত সোমের পাসপোর্ট প্রস্তুত। হাতে পেয়েছে বাফুফে। নিয়ম মেনে সামিতকে বাংলাদেশি বলতে বাধা নেই। তবে কাভালরির হয়ে কানাডার প্রিমিয়ার লিগে যেদিন নিজের শেষ ম্যাচটা সামিত খেলেছিলেন, সেদিন পর্যন্ত তিনি বাংলাদেশি হয়ে উঠেননি। আবার সেই ম্যাচের স্বীকৃতি যেদিন পেলেন, সেদিন সামিত বাংলাদেশের একজন ফুটবলার। কাভালরির হয়ে এর আগের ম্যাচেই প্রথমবার সামিত নেমেছিলেন অধিনায়কের আর্মব্যান্ড নিয়ে। সেন্ট্রাল মিডে সেদিন গোল বা অ্যাসিস্ট না পেলেও ছিলেন দুর্দান্ত। ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয়ের দিনে তার পারফরম্যান্সটাই মাঠে কাভালরির দাপুটে পারফরম্যান্সের ভিত গড়ে দিয়েছিল। আর সেটাই সামিতকে জায়গা করে দিয়েছে এই সপ্তাহের কানাডিয়ান প্রিমিয়ার লিগের সেরা একাদশে। সামিত ছাড়াও কাভালরির ৩ তারকা এই একাদশে। ইয়র্কের বিপক্ষে ম্যাচে দুই গোলদাতা টোবিয়াস ওয়ারচেস্কি এবং ফ্রেজার এয়ার্ড জায়গা করে নিয়েছেন সপ্তাহের সেরা একাদশে। এছাড়া আছেন সামিতের মিডফিল্ড পার্টনার সার্জিও কামার্গো।
শেষ ম্যাচটায় জয় পেলেও সামগ্রিকভাবে অবশ্য খুব একটা ভালো অবস্থানে নেই কাভালরি এফসি। ৮ দলের লিগে বর্তমানে ৫ম স্থানে আছে তারা। ৪ ম্যাচের মধ্যে জয় পেয়েছে ১ ম্যাচে। ড্র ১ ম্যাচ। বাকি দুই ম্যাচেই জুটেছে হার। শীর্ষে আছে অ্যাটলেটিকো ওটোয়া। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ১৩।
এদিকে সামিতের সবশেষ সপ্তাহটা মাঠের মতো মাঠের বাইরেও বেশ ভালোই গিয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার রাতে কানাডার টরেন্টোর বাংলাদেশ হাই-কমিশনের কনস্যুলেট অফিসে পাসপোর্টের আবেদন করেছিলেন সামিত সোম। ৭২ ঘণ্টার মধ্যেই সামিতের ই-পাসপোর্ট হয়েছে। আপাতত ফিফার ক্লিয়ারেন্স পেলেই বাংলাদেশের হয়ে খেলার স্বপ্নটা পূরণ হবে সামিত সোমের জন্য।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও