• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
মুরাদনগরে এক পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা: অভিযোগ তারা মাদক কারবারি শিবচরে সপ্তাহব্যাপী জাতীয় ফল ও ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন ছাত্র-জনতার ধাওয়ায় ডোবায় ঝাঁপ দিলেন কেশবপুর পৌরসভার সাবেক মেয়র বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২ ৫৬ বন্দির সাজা মওকুফ: কোন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন কতজন সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন: আমীর খসরু বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐকমত্য গঠনের চেষ্টা করে যাচ্ছে : সালাহউদ্দিন আহমদ তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত : আলী রীয়াজ নিজের গাছের পাকা কাঁঠাল পেড়ে এনসিপি নেতাদের আপ্যায়ন করলেন কৃষক ইসির ‘ব্যালট’ প্রকল্পে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান

চ্যাম্পিয়নস লিগ জিতলে পাওয়া যাবে ১৫০০ কোটি টাকারও বেশি

প্রভাত রিপোর্ট / ৩২ বার
আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস: দেখতে দেখতে শেষ হয়ে এসেছে চ্যাম্পিয়নস লিগের চলতি (২০২৪-২৫) মৌসুম। এখন টিকে আছে মাত্র চারটি দল—বার্সেলোনা, ইন্টার মিলান, পিএসজি ও আর্সেনাল। সেমিফাইনালের প্রথম লেগ হয়ে গেছে গত সপ্তাহেই। যেখানে পিএসজি ১-০ গোলে আর্সেনালকে হারিয়ে এগিয়ে আছে। অন্যদিকে বার্সেলোনার মাঠ থেকে ৩-৩ ড্র করে এসেছে ইন্টার মিলান। সেমিফাইনালের ফিরতি লেগ আগামীকাল ও আগামী পরশু (৬ ও ৭ মে)। খুব স্বাভাবিকভাবেই অনেকের আগ্রহ জাগতে পারে, চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনাল পর্যন্ত টিকে থাকা দলগুলো কত টাকা পাবে উয়েফার কাছ থেকে? ফাইনালে গেলে বা চ্যাম্পিয়ন হলেই বা কত টাকা পাওয়া যায়। উয়েফা বেশ আগেই জানিয়ে দিয়েছিল, ২০২৪-২৫ মৌসুমে পুরস্কারের অর্থ আগের বছরের তুলনায় অনেক বাড়ছে। এবার পুরো টুর্নামেন্টের জন্য মোট ২৪৩.৭ কোটি ইউরো (প্রায় ৩৩,৬৩৪ কোটি টাকা) অর্থ পুরস্কার বরাদ্দ করেছে উয়েফা, যা আগের মৌসুমে (২০২৩-২৪) ছিল ২০৩ কোটি ইউরো ( প্রায় ২৮,০০০ কোটি টাকা)।
এই বিশাল অঙ্কের প্রাইজমানি কীভাবে বণ্টন করা হবে: চ্যাম্পিয়নস লিগের প্রাইজমানির তিনটি ভাগ।
১. অংশগ্রহণ ফি: মোট ৬৭ কোটি ইউরো (প্রায় ৯২৩২ কোটি টাকা) । চ্যাম্পিয়ন্স লিগে এবার ৩৬টি ক্লাব অংশ নিয়েছে। প্রতিটি ক্লাবের মধ্যে ৬৭ কোটি বা ৬৭০ মিলিয়ন ইউরো অর্থ সমান ভাগে ভাগ করে দেয়া হবে। মানে প্রতিটি ক্লাব পাবে ১৮.৬২ মিলিয়ন ইউরো (প্রায় ২৫৬ কোটি ৬৬ লাখ টাকা) করে। তবে এই অর্থের ১৭.৮৭ মিলিয়ন (২৪৬ কোটি টাকা) দেয়া হয়েছে অগ্রিম, বাকি ৭ লাখ ৫০ হাজার ইউরো (১০ কোটি ৩৩ লাখ টাকা) দেয়া হবে পরে। শুধু অংশগ্রহণ করতে পারলেই এত টাকা! বুঝতে পারছেন তো, কেন ক্লাবগুলো চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে এত মরিয়া। ২. পারফরম্যান্সভিত্তিক আয়: মোট ৯১.৪ কোটি ইউরো (প্রায় ১২,৫৯৯ কোটি টাকা) এখানেই আসল লড়াই! যে দল যত ভালো খেলবে, তত বেশি আয়। যেভাবে ভাগ করা হবে এই পারফরম্যান্সভিত্তিক পুরস্কার: এ ছাড়া নিজেদের লিগে র‍্যাঙ্কিং বোনাস হিসেবে আরও কিছু টাকা পাবে ক্লাবগুলো। এই অর্থটাকে মোট ৬৬৬টি ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগের মূল্য ২ লাখ ৭৫ হাজার ইউরো। সবচেয়ে নিচে, মানে ৩৬তম অবস্থানে যে দলটি, তারা পাবে এক ভাগ। ৩৫তম অবস্থানে থাকা দুই পাবে দুই ভাগ। এইভাবে শীর্ষে থাকা দলটা পাবে ৩৬ ভাগ, মানে ৯ কোটি ৯০ লাখ ইউরো (১৩৬ কোটি ৫০ লাখ টাকা)। ৩. মার্কেট পুল (ব্রডকাস্ট রেভিনিউ ভাগ): মোট ৮৫.৩ কোটি (১১,৭৩২ কোটি টাকা)।
এটি নির্ভর করে ওই ক্লাবের বাজারমূল্য (বড় বাজার = বেশি আয়) এবং ক্লাবের উয়েফা র‍্যাঙ্কিং ও সম্প্রচার জনপ্রিয়তার ওপর। এই অংশটি একেক ক্লাবের জন্য একেক রকম, কেউ পায় অনেক বেশি, কেউ অনেক কম। তাহলে এবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতলে একটি ক্লাব সর্বোচ্চ কত টাকা পেতে পারে, সেই হিসাবটাও করে ফেলা যাক। মোট (প্রায়)১০ কোটি ৯৩ লাখ ২০ হাজার ১৫০৬ কোটি ৭৯ লাখ। মনে রাখতে হবে, এই যে ১৫০৬ কোটি ৭৯ লাখ টাকা সম্ভাব্য আয় চ্যাম্পিয়নস লিগের শিরোপাজয়ী দলের, সেটা মার্কেট পুল অংশ বাদে। বড় ক্লাবগুলো মার্কেট পুল থেকেও বড় অংশ পায়। সে ক্ষেত্রে আয় বেড়ে ১২০ মিলিয়ন (প্রায় ১৬৫৪ কোটি টাকা) পর্যন্তও হতে পারে!


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও