• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ছাত্র-জনতার ধাওয়ায় ডোবায় ঝাঁপ দিলেন কেশবপুর পৌরসভার সাবেক মেয়র বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২ ৫৬ বন্দির সাজা মওকুফ: কোন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন কতজন সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন: আমীর খসরু বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐকমত্য গঠনের চেষ্টা করে যাচ্ছে : সালাহউদ্দিন আহমদ তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত : আলী রীয়াজ নিজের গাছের পাকা কাঁঠাল পেড়ে এনসিপি নেতাদের আপ্যায়ন করলেন কৃষক ইসির ‘ব্যালট’ প্রকল্পে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপে এক পা বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে : তারেক রহমান

শক্তিশালী পারফরম্যান্স নিয়ে বাজারে আসছে রিয়েলমির নাম্বার সিরিজ

প্রভাত রিপোর্ট / ১০৬ বার
আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

প্রভাত অর্থনীতি : তরুণ প্রজন্মের পছন্দের কনজিউমার টেকনোলজি ব্র্যান্ড রিয়েলমি আবারও বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন চমক আনতে চলেছে। এইবার তারা মোবাইল গেমারদের জন্য অসম্ভবরকমের সারপ্রাইজ নিয়ে হাজির হবে বলে ধারণা করা যাচ্ছে।
ব্র্যান্ডটি একটি নয় বরং দুটি স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে যা গেমিং এর এক্সপেরিয়েন্সকে পুরোপুরি বদলে দেওয়ার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।
সেরা পারফরম্যান্সে, প্রতিযোগিতার জন্য প্রস্তুত এবং অবিশ্বাস্য মূল্যের আসন্ন এই ডিভাইসগুলো সেইসব দৈনন্দিন গেমারদের জন্য তৈরি করা হয়েছে যারা কোনো আপস ছাড়াই আরও বেশি পাওয়ার, আরও বেশি গতি আশা করে।
বাংলাদেশে গেমিং ইকোসিস্টেমের দ্রুত বিকাশের সাথে সাথে, রিয়েলমি সাশ্রয়ী মূল্যের মোবাইল গেমিংয়ের জন্য পছন্দের ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে প্রস্তুত। এই আসন্ন ডিভাইসগুলো কোনো সাধারণ ফোন নয় – এগুলো একই সাথে স্টাইলিশ ও পারফরম্যান্সের সেরা।
সেরা মানের প্রসেসর, উন্নতমানের বায়োনিক কুলিং সিস্টেম ও ডিসপ্লের দুর্দান্ত রিফ্রেশ রেট ব্যবহারকারীকে আরো স্বাচ্ছন্দ্য এনে দেবে। গেমারদের জন্য ডিজাইন করা এই ফোনগুলোতে অত্যাধুনিক প্রসেসর, উন্নত বায়োনিক কুলিং সিস্টেম এবং দ্রুতগতির উচ্চ রিফ্রেশ রেট ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে যা কনসোল-ক্লাসের অ্যাকশন সরাসরি আপনার হাতের মুঠোয় নিয়ে আসবে।
রিয়েলমির আসন্ন স্মার্টফোনগুলো বিদ্যুত-গতির পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, মনোমুগ্ধকর ভিজ্যুয়াল এবং সাহসী ডিজাইন দিয়ে নতুন প্রজন্মকে সার্ভিস দেবে – এবং এই নতুন ফোনগুলো সেই সবকিছুই সরবরাহ করতে প্রস্তুত।
এই ফোনগুলো থেকে বাধাহীন ফ্রেম রেট, অতি-সংবেদনশীল টাচ এবং ল্যাগ-মুক্ত গেমপ্লে আশা করা যায় গেমিং ম্যারাথনের সময়ও। ফোনগুলোতে ফ্ল্যাগশিপ ফিচারস একটি অবিশ্বাস্য প্যাকেজের মধ্যে আসবে বলে ধারণা করা যাচ্ছে।
রিয়েলমির সিগনেচার ফিউচারিস্টিক ডিজাইনের এই ডিভাইসগুলো কেবল চ্যাম্পিয়নের মতো পারফর্মই করবে না – দেখতেও সেরকম হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং নাম এখনও কঠোরভাবে গোপন রাখা হয়েছে, একটি বিষয় নিশ্চিত: রিয়েলমির আসন্ন ফোনগুলো গেমিং ফোনের বাজারে আধিপত্য বিস্তারের জন্য প্রস্তুত।
শোনা যাচ্ছে, রিয়েলমি সম্ভবত স্মার্টফোনগুলোর লঞ্চিং এর সাথে সঙ্গতি রেখে বিভিন্ন গেমিং প্রতিযোগিতার আয়োজন করতে পারে। আপনি যদি একজন উদীয়মান ই-স্পোর্টস তারকা হন বা স্টাটার অথবা স্লো-ডাউন নিয়ে ক্লান্ত একজন সাধারণ গেমার হন, তাহলে আপনার গেম আপগ্রেড করার জন্য প্রস্তুত হন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও