আজ
|| ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
অবস্থা খারাপ হলে পিএসএলে থাকা নাহিদ-রিশাদকে ফিরিয়ে আনা হবে
প্রকাশের তারিখঃ ৭ মে, ২০২৫
প্রভাত স্পোর্টস: আচমকা পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। দুই দেশের মধ্যে বিগত কয়েক সপ্তাহের চলমান উত্তেজনার একপর্যায়ে গতকাল মধ্যরাতে পাকিস্তানের ৯ জায়গায় হামলা চালিয়েছে ভারত। বিপরীতে জবাব দিয়েছে পাকিস্তানও। তাদের পাল্টা আঘাতে এখন পর্যন্ত ভারতের ৫টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে দাবি গণমাধ্যমের। দুই দেশের চলমান এই সংঘাতের মাঝে আছে অন্য এক দুশ্চিন্তার দিকও। ভারতে যেমন চলছে আইপিএল আর পাকিস্তানে চলছে পিএসএল। দুই দেশেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে ব্যস্ত আছেন বিশ্বের নানা দেশের ক্রিকেটাররা। এরমাঝে পাকিস্তানে আছেন বাংলাদেশের দুই তারকা নাহিদ রানা এবং রিশাদ হোসেন।
পিএসএলে নাহিদ খেলছেন পেশোয়ারে আর রিশাদ ব্যস্ত লাহোরের হয়ে। এখন পর্যন্ত টুর্নামেন্টে বাকি আছে বেশ কিছু ম্যাচ। চলমান এই সংঘাতের মাঝে এই দুই ক্রিকেটারকে কী দেশে ফিরিয়ে আনা হবে কি না সেটাই জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের কাছে।
বিসিবির পরিচালক জানান, পাকিস্তানে অবস্থানরত দুই বাংলাদেশি ক্রিকেটারের সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ করা হয়নি। তবে পরিস্থিতি খারাপ হলে অবশ্যই রিশাদ এবং নাহিদকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।
উল্লেখ্য, পিএসএলে এখন পর্যন্ত লিগ পর্বে নাহিদের দলের বাকি আছে ২ ম্যাচ। আর রিশাদের দলের বাকি আছে ১ ম্যাচ। প্লে-অফ এবং ফাইনাল খেলা সাপেক্ষে তাদেরকে পাকিস্তানে থাকতে হতে পারে মে মাসের ১৮ তারিখ পর্যন্ত। তবে চলমান সংঘাতময় পরিস্থিতি বজায় থাকলে ততদিন হয়তো নাও দেখা যেতে পারে দুই বাংলাদেশি ক্রিকেটারকে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.