প্রভাত স্পোর্টস: শচীন টেন্ডুলকারের সঙ্গে ক্রিকেটীয় প্রতিভা বিচারে বহুবারই নাম জড়িয়েছে শুভমান গিলের। এমনকি ভারতীয় ক্রিকেট আইকনের কন্যার সঙ্গেও শুভমানকে নিয়ে কানাকানি ইন্টারনেটে বহুল চর্চিত বিষয়। ক্রিকেট মাঠে অতিমাবনবীয় শচীনের কীর্তিকে স্পর্শ করতে চাইতেই পারেন শুভমান। তবে গতকাল যা করেছেন, সেটা খানিক বিব্রতকরই বটে। আইপিএলে শুভমান গিলের গুজরাট টাইটান্স গতকাল নেমেছিল শচীনেরই স্মৃতি বিজড়িত মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। সেখানেই শচীনের রেকর্ডে নাম তুললেন তিনি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুম্বাইয়ের সামনে গুজরাটের লক্ষ্য ছিল ১৯ ওভারে ১৪৭। আর ওয়াংখেড়েতে এমন টার্গেটে খেলতে নেমে শুভমানের স্কোর ৪৬ বলে ৪৩ রান।
আইপিএল ইতিহাসে যেকোনো অধিনায়কের ৪০ পেরুনো ইনিংসের মধ্যে ১০০-এর কম স্ট্রাইকরেট আছে কেবল ৩ বার। আগের দুইবার ছিল শচীনের। আর গতকাল তাতে যুক্ত হলেন শুভমান গিল। ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসরে ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে ৪৩ বলে ৪০ রান ছিল শচীনের। স্ট্রাইকরেট ছিল ৯৩.০২। ৩ বছর পর ২০১১ সালে শচীন দিল্লির বিপক্ষে ৫০ বলে করেছিলেন ৪৬ রান। স্ট্রাইকরেট ছিল ৯২। আর গতকাল শুভমান গিল আউট হয়েছেন ৯৩.৪৭ স্ট্রাইকরেটে। শুভমান এবং শচীনের এই তিন ইনিংস ছাড়া আর কোনো অধিনায়ক আইপিএলে ১০০ এর নিচে স্ট্রাইকরেট রেখে ৪০ রান করেননি।
তবে কাকতালীয় বিষয়, এই তিন ইনিংসের কারণে তাদের দলকে হারতে হয়নি কখনোই। ২০১১ সালে মুম্বাই জিতেছিল ৮ উইকেট এবং ১৯ বল হাতে রেখে। ২০০৮ সালের ম্যাচটা মুমাই জেতে ২ ওভার এবং ৯ উইকেট হাতে রেখে। আর সবশেষ গতকালের ম্যাচে গুজরাট জয় পায় একেবারে শেষ বলে। আর এই জয়টা এবারের আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে নিয়ে গেল গুজরাট টাইটান্সকে।