• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
মুরাদনগরে এক পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা: অভিযোগ তারা মাদক কারবারি শিবচরে সপ্তাহব্যাপী জাতীয় ফল ও ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন ছাত্র-জনতার ধাওয়ায় ডোবায় ঝাঁপ দিলেন কেশবপুর পৌরসভার সাবেক মেয়র বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২ ৫৬ বন্দির সাজা মওকুফ: কোন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন কতজন সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন: আমীর খসরু বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐকমত্য গঠনের চেষ্টা করে যাচ্ছে : সালাহউদ্দিন আহমদ তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত : আলী রীয়াজ নিজের গাছের পাকা কাঁঠাল পেড়ে এনসিপি নেতাদের আপ্যায়ন করলেন কৃষক ইসির ‘ব্যালট’ প্রকল্পে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান

চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ইতিহাস ইন্টার মিলান -বার্সালোনার

প্রভাত রিপোর্ট / ৪১ বার
আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস: ১৯৫৫ সাল থেকে শুরু হয় ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আসর। ২০২৫ সালে এসে পূর্ণ হয়েছে ৭০ বছর। সাত দশকের এই যাত্রায় চ্যাম্পিয়ন্স লিগ দেখেছে বহু নাটকীয়তা। দেখেছে বহু উত্থান-পতনের রাত। তবে সান সিরোতে গতকাল রাতে ইন্টার মিলান এবং বার্সেলোনা যা করেছে, তা একেবারেই বিরল এক দৃশ্য।
অবশ্য শুধু সান-সিরো না। বার্সেলোনা এবং ইন্টার মিলান দুই লেগ মিলিয়েই উপহার দিয়েছে ধ্রুপদী ফুটবলের লড়াই। বার্সেলোনায় ৩-৩ গোলে ড্রয়ের পর মিলান শহরে দুই দলের লড়াই শেষ হলো ৪-৩ গোলে। যেখানে শেষ হাসিটা ইন্টারের। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের অ্যাগ্রিগেটে নেরাজ্জুরিরা চলে গেল ১ জুনের ফাইনালে। দুর্দান্ত লড়াইয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নিজেদের নামটাও আলাদা করে তুলে রেখেছে বার্সা এবং ইন্টার। ৭০ বছরের এই প্রতিযোগিতায় সেমিফাইনালের মঞ্চে সবচেয়ে বেশি গোলের দেখা মিলেছে এবারই। দুই লেগ মিলিয়ে হয়েছে ১৩ গোল। অবশ্য এই রেকর্ডটা যৌথভাবেই ভাগ করতে হচ্ছে দুই দলকে। এর আগে ২০১৮ সালে ইংল্যান্ডের ক্লাব লিভারপুল এবং ইতালিয়ান ক্লাব রোমার মধ্যেকার সেমিফাইনালেও ছিল ১৩ গোল। সেবারে ঘরের মাঠে প্রথম লেগে লিভারপুল ৫-২ গোলে হারায় রোমাকে। তবে ফিরতি লেগে তারা হেরে বসে ৪-২ গোলে। দুই লেগ মিলিয়ে ৭-৬ অ্যাগ্রিগেটে ফাইনালে চলে যায় লিভারপুল। তবে সেবারে ফাইনালে লিভারপুল পেয়েছিল হারের স্বাদ। কিয়েভে গ্যারেথ বেলের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ইংলিশ প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা তোলে রিয়াল মাদ্রিদ। ১৩ গোলের থ্রিলার পার করে এবার ফাইনালে গিয়েছে ইন্টার। লিভারপুলের মতো একই ভাগ্য কি বরণ করবে ইন্টারও?
এর উত্তর পেতে অবশ্য অপেক্ষা করতে হবে ১ জুনের ফাইনাল পর্যন্ত। যেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে আর্সেনাল কিংবা পিএসজি। অতীত বলছে, বায়ার্নের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ফাইনাল হলেই নতুন কোনো চ্যাম্পিয়নের দেখা মেলে। দুই দিক থেকেই ইতিহাস যেন ইন্টারেরই বিপক্ষে। তবে এমন দাপুটে পারফরম্যান্সের পর কেবল অতীত দিয়েই ইন্টার মিলানকে যাচাই করাটাই হয়ত দুঃসাহস।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও