আজ
|| ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির খসড়া অধ্যাদেশ বাতিলের দাবি
প্রকাশের তারিখঃ ৮ মে, ২০২৫
প্রভাত রিপোর্ট: জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির খসড়া অধ্যাদেশকে দেশের রাজস্ব ব্যবস্থা ও রাজস্ব প্রশাসনে অস্থিরতা সৃষ্টিকারী এবং রাষ্ট্রের সামগ্রিক অর্থনীতির জন্য ক্ষতিকর উল্লেখ করে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ) এবং ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশন (ডিটিবিএ)। বৃহস্পতিবার (৮ মে) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সম্প্রতি প্রণীত একটি খসড়া অধ্যাদেশে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তর প্রস্তাব করা হয়েছে। এই অধ্যাদেশ বাস্তবায়িত হলে বাংলাদেশের স্বতন্ত্র রাজস্ব সংস্থাটি বিলুপ্ত হবে, যা রাজস্ব ব্যবস্থাপনার ক্ষেত্রে গভীর শূন্যতা সৃষ্টি করবে এবং দেশের রাজস্ব ব্যবস্থার অপূরণীয় ক্ষতি হবে। এনবিআরকে সংস্কার করে আরও শক্তিশালী করা প্রয়োজন। সেটা না করে উল্টো পথে হাঁটছে অর্ন্তবর্তী সরকার। এর ফলাফল কখনোই দেশের জন্য মঙ্গলজনক হবে না। তারা বলেন, জাতীয় রাজস্ব বোর্ড শত বছরের পুরাতন একটি প্রতিষ্ঠান। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাজস্ব সংগ্রহ ও প্রশাসনের জন্য একটি স্বাধীন ও স্বতন্ত্র রাজস্ব কর্তৃপক্ষ থাকা অত্যাবশ্যক। বিশ্বের প্রায় সব দেশেই এ ধরনের সংস্থা বিদ্যমান, যা রাজস্ব ব্যবস্থাপনায় পেশাদারত্ব, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করে। তারা আরও বলেন, আমরা কর আইনজীবীরা বাংলাদেশের রাজস্ব ব্যবস্থার প্রধান অংশীজন, অথচ আমাদের সঙ্গে কোনও ধরনের আলোচনা বা মতবিনিময় করা হয়নি। অংশীজনদের মতামত ছাড়া কোনও গবেষণা ব্যতীত তড়িঘড়ি করে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির খসড়া অধ্যাদেশ, উপদেষ্টা পরিষদ কার স্বার্থে অনুমোদন দিলো, এটা জাতি জানতে চায়। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত খসড়া অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে।
বক্তারা বলেন, আমরা প্রয়োজনীয় সব সংস্কারের পক্ষে, রাজস্ব বোর্ড বিলুপ্তির পক্ষে নই। প্রয়োজনে আয়কর নীতি বিভাগকে সংস্কার করে আরও শক্তিশালী করা যেতে পারে। তারা বলেন, জাতীয় রাজস্ব বোর্ড কোনও ব্যর্থ প্রতিষ্ঠান নয়। এ অবস্থায় জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্ত না করে রাজস্ব সংস্কারের সবচেয়ে প্রয়োজনীয় কার্যক্রমগুলো, যেমন- টেকসই রাজস্বনীতি প্রণয়ণ, রাজস্ব বিষয়ক আইনগুলো প্রয়োজনীয় সংশোধন, রাজস্ব ব্যবস্থাপনার আধুনিকায়ণ ও অটোমেশন, জাতীয় রাজস্ব বোর্ডের প্রাতিষ্ঠানিক সামর্থ বৃদ্ধিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারকে উদ্যোগ নিতে পরামর্শ দিচ্ছি। সংবাদ সম্মেলনে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজ উদ্দিন আহমেদ, ঢাকা ট্যাকসেস্ বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ এইচ এম মাহাবুবুস সালেকীন প্রমুখ।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.