আজ
|| ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
ডিসি, এসপি সেজে টাকা হাতিয়ে নেয়া প্রতারক গ্রেফতার
প্রকাশের তারিখঃ ৮ মে, ২০২৫
প্রভাত সংবাদদাতা, লালমনিরহাট: তিনি কখনো জেলা প্রশাসক (ডিসি), আবার কখনো পুলিশ সুপার (এসপি) সাজতেন। এভাবে প্রতারণার মাধ্যমে বিভিন্নজনের কাছে থেকে টাকা হাতিয়ে নিয়েছেন—এমন অভিযোগে সাইদুর রহমান বিপ্লব (৩৩) নামের এক প্রতারক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহায়তায় কালীগঞ্জে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।। বৃহস্পতিবার( ৮ মে)দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টির নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক। পুলিশ জানিয়েছে, সাইদুর রহমান বিপ্লব কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি গ্রামের ময়েদ আলীর ছেলে। গত বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে বরিশালের মেট্রোপলিটন পুলিশের সহায়তায় কালীগঞ্জ পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে বরিশাল সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা হওয়ার আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে
কালীগঞ্জ থানার সূত্রে জানা যায়, সাইদুর রহমান বিপ্লব দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন। তাঁর সহযোগীদের নিয়ে তিনি কখনো জেলা প্রশাসক বা পুলিশ সুপার সাজতেন। মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বলেন,সাইদুর রহমান বিপ্লব বিভিন্ন সময় সরকারী কর্মকর্তা এমনকি ২০১৪ সালে ডিসি পরিচয়ে প্রতারনা করতে গিয়ে ধরা পরে পরে এমন ২ টি মামলায় ১ বছর বিনাশ্রম সাজা হয়।এবং তার নামে ঢাকা,শরিয়তপুর, রাজশাহী,গাইবান্ধা, গাজিপুর,শেরপুর,ও মানিকগঞ্জের বিভিন্ন থানায় ৮টি প্রতারনা মামলা রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.