• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
ছাত্র-জনতার ধাওয়ায় ডোবায় ঝাঁপ দিলেন কেশবপুর পৌরসভার সাবেক মেয়র বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২ ৫৬ বন্দির সাজা মওকুফ: কোন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন কতজন সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন: আমীর খসরু বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐকমত্য গঠনের চেষ্টা করে যাচ্ছে : সালাহউদ্দিন আহমদ তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত : আলী রীয়াজ নিজের গাছের পাকা কাঁঠাল পেড়ে এনসিপি নেতাদের আপ্যায়ন করলেন কৃষক ইসির ‘ব্যালট’ প্রকল্পে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপে এক পা বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে : তারেক রহমান

বেনফিকায় সপ্তাহে দি মারিয়া বেতন পান ১ কোটি ২ লাখ টাকা

প্রভাত রিপোর্ট / ৬৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস: গত বছর কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল দি মারিয়া। অলিম্পিক ফুটবলের ফাইনাল, কোপা আমেরিকা ফাইনাল, ফিনালিসিমা ও বিশ্বকাপ ফাইনালে গোলের অনন্য কীর্তি গড়া দি মারিয়া জাতীয় দলকে বিদায় জানালেও পর্তুগিজ ক্লাব বেনফিকার হয়ে এখনো খেলে চলেছেন। ২০০৫ সালে রোজারিও সেন্ট্রালের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন দি মারিয়া। দুই বছর পর নাম লেখান বেনফিকায়। সেখান থেকে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি এবং জুভেন্টাস হয়ে ক্যারিয়ারের শেষ ভাগে আবার ফিরেছেন বেনফিকায়। দ্বিতীয় দফায় দি মারিয়া বেনফিকায় যান ২০২৩ সালের জুলাইয়ে। ক্লাবটির হয়ে এরই মধ্যে জিতেছেন দুটি শিরোপা। গোধূলিবেলায় এসে পর্তুগিজ ক্লাবটির সাফল্যে ভূমিকা রাখার কারণে বড় অঙ্কের বেতনও পান দি মারিয়া। ক্রীড়াবিদদের বেতন নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ক্যাপালোজির বরাত দিয়ে ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোল ডটকম দি মারিয়ার বেতনের অঙ্ক প্রকাশ করেছে।
তাদের দেয়া তথ্যমতে, বেনফিকার কাছ থেকে প্রতি সপ্তাহে ৬২ হাজার ৯৫৭ পাউন্ড (১ কোটি ২ লাখ টাকা) পান ৩৭ বছর বয়সী এই তারকা। আর বছর শেষে তাঁর আয় ৩২ লাখ পাউন্ড (প্রায় ৫২ কোটি টাকা)।
বেনফিকার ইউক্রেনিয়ান গোলকিপার আনাতোলি ত্রুবিন ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আর্থার কাবরালও দি মারিয়ার সমান বেতন পান। তবে আয়ের দিক থেকে বেনফিকায় দি মারিয়া, ত্রুবিন ও কাবরালের অবস্থান যৌথভাবে দুই নম্বরে। এই তিনজনের চেয়ে বেশি বেতন রেনাতো সানচেজের। সপ্তাহে সানচেজ পান ১ লাখ ১৩ হাজার পাউন্ড (১ কোটি ৮৩ লাখ টাকা), যা পর্তুগিজ লিগে খেলা ফুটবলারদের মধ্যেও সর্বোচ্চ। পর্তুগিজ লিগে সর্বোচ্চ বেতনের নিরিখে দি মারিয়া, ত্রুবিন ও কাবরালের অবস্থান যৌথভাবে তিন নম্বরে। দুইয়ে আছেন স্পোর্তিং লিসবনের ফ্রান্সিসকো ত্রিনকাও। তাঁর সাপ্তাহিক বেতন ৬৩ হাজার ৭৭৫ পাউন্ড (১ কোটি ৩ লাখ টাকা)।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও