• বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
নকশা না মানা ভবনের বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন করবে রাজউক নতুন রাজনৈতিক দলের আবেদন যাচাই-বাছাইয়ে কমিটি গঠন ইসির ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের ‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’ পারফরম্যান্স সিরিজ ১৪ ৫জি উন্মোচন করতে যাচ্ছে রিয়েলমি স্বরাষ্ট্র উপদেষ্টা ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে আন্দোলন : রাশেদ খাঁন চলতি মাসে ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ২৩টি মিটিং করেছে: হাসনাত পাকিস্তানে ভারতের হামলা, সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা ভীতির কোনও কারণ নাই, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ: স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেদের ‘বিশ্বব্যবস্থার রক্ষক’ হিসেবে উপস্থাপন করলেন পুতিন-শি

বেনফিকায় সপ্তাহে দি মারিয়া বেতন পান ১ কোটি ২ লাখ টাকা

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস: গত বছর কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল দি মারিয়া। অলিম্পিক ফুটবলের ফাইনাল, কোপা আমেরিকা ফাইনাল, ফিনালিসিমা ও বিশ্বকাপ ফাইনালে গোলের অনন্য কীর্তি গড়া দি মারিয়া জাতীয় দলকে বিদায় জানালেও পর্তুগিজ ক্লাব বেনফিকার হয়ে এখনো খেলে চলেছেন। ২০০৫ সালে রোজারিও সেন্ট্রালের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন দি মারিয়া। দুই বছর পর নাম লেখান বেনফিকায়। সেখান থেকে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি এবং জুভেন্টাস হয়ে ক্যারিয়ারের শেষ ভাগে আবার ফিরেছেন বেনফিকায়। দ্বিতীয় দফায় দি মারিয়া বেনফিকায় যান ২০২৩ সালের জুলাইয়ে। ক্লাবটির হয়ে এরই মধ্যে জিতেছেন দুটি শিরোপা। গোধূলিবেলায় এসে পর্তুগিজ ক্লাবটির সাফল্যে ভূমিকা রাখার কারণে বড় অঙ্কের বেতনও পান দি মারিয়া। ক্রীড়াবিদদের বেতন নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ক্যাপালোজির বরাত দিয়ে ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোল ডটকম দি মারিয়ার বেতনের অঙ্ক প্রকাশ করেছে।
তাদের দেয়া তথ্যমতে, বেনফিকার কাছ থেকে প্রতি সপ্তাহে ৬২ হাজার ৯৫৭ পাউন্ড (১ কোটি ২ লাখ টাকা) পান ৩৭ বছর বয়সী এই তারকা। আর বছর শেষে তাঁর আয় ৩২ লাখ পাউন্ড (প্রায় ৫২ কোটি টাকা)।
বেনফিকার ইউক্রেনিয়ান গোলকিপার আনাতোলি ত্রুবিন ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আর্থার কাবরালও দি মারিয়ার সমান বেতন পান। তবে আয়ের দিক থেকে বেনফিকায় দি মারিয়া, ত্রুবিন ও কাবরালের অবস্থান যৌথভাবে দুই নম্বরে। এই তিনজনের চেয়ে বেশি বেতন রেনাতো সানচেজের। সপ্তাহে সানচেজ পান ১ লাখ ১৩ হাজার পাউন্ড (১ কোটি ৮৩ লাখ টাকা), যা পর্তুগিজ লিগে খেলা ফুটবলারদের মধ্যেও সর্বোচ্চ। পর্তুগিজ লিগে সর্বোচ্চ বেতনের নিরিখে দি মারিয়া, ত্রুবিন ও কাবরালের অবস্থান যৌথভাবে তিন নম্বরে। দুইয়ে আছেন স্পোর্তিং লিসবনের ফ্রান্সিসকো ত্রিনকাও। তাঁর সাপ্তাহিক বেতন ৬৩ হাজার ৭৭৫ পাউন্ড (১ কোটি ৩ লাখ টাকা)।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও