আজ
|| ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১০ই জিলকদ, ১৪৪৬ হিজরি
ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জানালো ইরান
প্রকাশের তারিখঃ ৮ মে, ২০২৫
প্রভাত ডেস্ক: ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি। রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার (৮ মে) দিল্লি পৌঁছে এ কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। আরাকি বলেছেন, আঞ্চলিক উত্তেজনা প্রশমনে ভারত ও পাকিস্তান যথাযথ পদক্ষেপ নেবে বলে আমরা আশা রাখি। পূর্বপরিকল্পিত একটি অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন তিনি। দিল্লি আসার আগে পাকিস্তান সফরে গিয়েছিলেন আরাকি। সেখানেও প্রায় একই কথা বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে ভারত। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিনদুর বা সিঁদুর অভিযান। দিল্লির আগ্রাসনকে যুদ্ধ ঘোষণার সুস্পষ্ট ইঙ্গিত বলে হুঁশিয়ার করেছে ইসলামাবাদ।
ভারতের দাবি, তারা পাকিস্তানে অবস্থিত নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে। এইসব ঘাঁটি থেকে ভারতে হামলা চালানোর পরিকল্পনা চলছিল বলে তারা অভিযোগ করেছে। এদিকে, পাকিস্তানের দাবি, তাদের ছয়টি স্থানে হামলা চালানো হয়েছে। এই অস্থিরতার মধ্যেই ভারত গেলেন ইরানের সর্বোচ্চ কূটনীতিক। আরাকি বলেছেন, আমাদের এই অঞ্চলে শান্তি খুবই প্রয়োজন। বিশেষত আঞ্চলিক অংশীদারদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করতে চাইলে শান্তি ও স্থিতিশীলতার কোনও বিকল্প নেই। ভারত ও পাকিস্তান সেটা অর্জনের লক্ষ্যে কাজ করবে বলে আমরা আশাবাদী।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.