আজ
|| ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি
শেরপুরে ট্রাক ছিনতাই মামলার বাদীকে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশের তারিখঃ ৮ মে, ২০২৫
মো. নমশের আলম, শেরপুর : প্রায় অর্ধ কোটি টাকার ভোজ্যতেলসহ একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলার বাদী ও জেলার বিশিষ্ট ব্যবসায়ী মোফাজ্জল হোসেন মিন্টুকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে শেরপুরের কিছু ট্রাক শ্রমিক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়ে বৃহস্পতিবার (৮ মে) দুপুরে জেলা শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে অভিযোগ তুলেছেন তিনি।
লিখিত বক্তব্যে মোফাজ্জল হোসেন বলেন, গত ১৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ থেকে তার মালিকানাধীন একটি ট্রাকে করে ৭৫ ড্রাম ভোজ্যতেল পাঠানো হয় শেরপুরে। তবে ময়মনসিংহের ত্রিশাল এলাকায় ট্রাকটি ছিনতাই হয় বলে অভিযোগ। পরে মানিকগঞ্জের আরিচা ঘাট এলাকা থেকে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হলেও তেলের ড্রামগুলো পাওয়া যায়নি। তিনি জানান, এ ঘটনায় ভালুকা থানায় মামলা করার পর ড্রাইভার ও হেলপারকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মামলার পর থেকেই শ্রমিক নেতা ফারুক মিয়াসহ কয়েকজন তাকে মামলা তুলে নিতে নানাভাবে হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেন মিন্টু। এছাড়া বৃহস্পতিবার সকালে শহরের একটি বাস টার্মিনালে তার আরেকটি ট্রাক আটকে দিয়ে শ্রমিক নেতারা আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে মিন্টুর ছেলে আল রাহাত ও প্রতিষ্ঠানের ম্যানেজার মাহমুদুল হক উপস্থিত ছিলেন। এ বিষয়ে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এটি একটি ষড়যন্ত্র।”
Copyright © 2025 প্রভাত. All rights reserved.