আজ
|| ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি
পাকিস্তানের গোলায় জম্মুতে সরকারি কর্মকর্তাসহ ৫ জন নিহত: ভারত
প্রকাশের তারিখঃ ১০ মে, ২০২৫
প্রভাত ডেস্ক: ভারতের জম্মু, পুঞ্চ ও রাজৌরি জেলার বিভিন্ন এলাকায় শনিবার (১০ মে) ভোরে পাকিস্তানের ভারী গোলাবর্ষণে একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। জম্মুর স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। পিটিআই প্রশাসন সূত্রে জানা গেছে, একটি গোলা সরকারি বাসভবনে আঘাত হানলে সেখানে অবস্থানরত রাজৌরি জেলার অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজ কুমার থাপা এবং তাঁর দুই কর্মচারী গুরুতর আহত হন। তিনজনকেই দ্রুত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় থাপা মারা যান বলে নিশ্চিত করা হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, নিহত রাজ কুমার থাপা (৫৫) রাজৌরির অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার (এডিসি) হিসেবে কর্মরত ছিলেন। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে গভীর শোক প্রকাশ করে লেখেন, ‘আগের দিন থাপা জেলা পরিদর্শনে যাওয়া উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন। আমি যে অনলাইন বৈঠক পরিচালনা করেছিলাম, তাতেও তিনি অংশ নিয়েছিলেন। তার ঠিক এক দিন পর এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। আজ তাঁর বাসভবন সরাসরি গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি শহীদ হন। এই অপূরণীয় ক্ষতি নিয়ে বলার কোনো ভাষা আমার নেই। তাঁর আত্মা শান্তিতে থাকুক।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি। কোনো গুজবে কান দেবেন না বা যাচাই না করে কিছু ছড়াবেন না। একসঙ্গে থেকে আমরা এই পরিস্থিতি মোকাবিলা করব।’ থাপা ১৯৮৯ সালে জম্মু সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।
ভারত দাবি করেছে, লাগাতার দ্বিতীয় রাতের মতো পাকিস্তানের ড্রোন হামলার পরপরই শনিবার (১০ মে) সকালে এই গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। পাকিস্তান ওই সব ড্রোন দিয়ে ভারতের উত্তর ও পশ্চিম সীমান্তে একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। ভারত প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, পাকিস্তান বিমানবাহিনীর (পিএএফ) যুদ্ধবিমানের বিরুদ্ধে তারা সাফল্যের সঙ্গে পাল্টা পদক্ষেপ নিয়েছে। শ্রীনগরে ক্ষেপণাস্ত্র হামলার পর তাদের বেশ কিছু ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.