আজ
|| ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি
গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে যারা জয়ী হলেন
প্রকাশের তারিখঃ ১১ মে, ২০২৫
প্রভাত সংবাদদাতা.গাইবান্ধা: গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর দ্বিবার্ষিক নির্বাচন গত শনিবার অনুষ্ঠিত হয়। এরমধ্যে অর্ডিনারি গ্রুপ ও অ্যাসোসিয়েট গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হয়। অর্ডিনারি গ্রুপে ১২টি পদের ২৬ জন এবং এসোসিয়েট গ্রুপে ছয়টি পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
অর্ডিনারি গ্রুপে নির্বাচিত হয়েছেন মোঃ মোস্তাক আহমেদ ৬২৩ ভোট পেয়ে প্রথম, আবুল হোসেন মৃধা ৫৫৭ ভোট পেয়ে দ্বিতীয়, সামিউল হুদা সুমেল ৫৫৪ ভোট পেয়ে তৃতীয়, জাকারিয়া আলম জিম ৫২৫ ভোট পেয়ে চতুর্থ, মশিউর রহমান উজ্জ্বল ৫০০ ভোট পেয়ে পঞ্চম, আব্দুল লতিফ হক্কানী ৪৯৫ ভোট পেয়ে ষষ্ঠ, মোঃ আবু বক্কর সিদ্দিক স্বপন ৪৭১ ভোট পেয়ে সপ্তম, শাহিদত দোহা চৌধুরী ৪৬৪ ভোট পেয়ে অষ্টম, বীর মুক্তিযোদ্ধা মাকসুদা রহমান সাহান, ৪৬৩ ভোট পেয়ে নবম, সুজন প্রসাদ ৪৫৫ ভোট পেয়ে দশম, আব্দুল সবুর সরকার ৪৪৯ ভোট পেয়ে ১১ তম ও সাঈদ হোসেন জসিম ৪৪০ ভোট পেয়ে ১২ তম স্থান লাভ করে জয়ী হন।
এছাড়া অ্যাসোসিয়েট গ্রুপে ৬টি পদে তহিদুর রহমান মিলন ২১১ ভোট পেয়ে প্রথম, হাসান মাহমুদ জনি ২০৯ ভোট পেয়ে দ্বিতীয়, আলী কাওসার সরকার বাবুল ২০৫ ভোট পেয়ে তৃতীয়, দীপঙ্কর সাহা বাপ্পা ১৯৯ ভোট পেয়ে চতুর্থ, তাসফি রহমান ইথার, ১৮৪ ভোট পেয়ে পঞ্চম এবং ইমরান কবির শামীম ১৮৩ ভোট পেয়ে ষষ্ঠ হয়ে জয় লাভ করেন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.