আজ
|| ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
লঞ্চে দুই তরুণীকে মারধরের ঘটনায় নেহালসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশের তারিখঃ ১১ মে, ২০২৫
প্রভাত সংবাদদাতা, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের মুক্তারপুর ঘাটে যাত্রাবিরতির সময় একটি লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে বেল্ট দিয়ে মারধরের ঘটনায় নেহাল আহমেদ ওরফে জিহাদসহ অজ্ঞাত ২০–২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার (১১ মে) সকালে মুক্তারপুর নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মিলন বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় এ মামলা করেন।
মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় অভিযোগ আনা হয়েছে। এতে যৌন নিপীড়ন, বেআইনি জটলা গঠন, অনধিকার প্রবেশ, শারীরিক আঘাত, লঞ্চ ভাঙচুর, মালামাল লুট ও হুমকির অভিযোগ উল্লেখ করা হয়েছে।
মুন্সিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর এলাকার বাসিন্দা নেহাল আহমেদকে মামলায় প্রধান আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার দুপুরে নেহাল নিজেই থানায় গেলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। তিনি সদর উপজেলার যোগনীঘাট এলাকার বাসিন্দা।
ঘটনার বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়—‘এমভি ক্যাপ্টেন’ নামের একটি লঞ্চে দুই তরুণীকে লঞ্চের সামনের অংশে নিয়ে গিয়ে বেল্ট দিয়ে মারধর করছেন এক যুবক। আশপাশে থাকা লোকজন এই দৃশ্য মুঠোফোনে ধারণ করছিলেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।
ভিডিও ভাইরালের পর শনিবার পুলিশ জিহাদকে থানায় হাজির হওয়ার নির্দেশ দেয়। তিনি থানায় গেলে তাকে আটক করা হয়। এদিকে পুলিশ তরুণী ভুক্তভোগীদের থানায় অভিযোগ দিতে অনুরোধ করলেও তারা আসেননি। একই অনুরোধ জানানো হয় লঞ্চ কর্তৃপক্ষকেও, কিন্তু সাড়া পাওয়া যায়নি।
শেষ পর্যন্ত নৌ পুলিশ নিজেই বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় একজনের নাম উল্লেখ করে ২০–২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ মামলার তদন্তভার নৌ পুলিশের ওপর বর্তাবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ। নেহাল আহমেদকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি সাইফুল আলম।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.