আজ
|| ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পিলখানায় বিডিআর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সিপাহী গ্রেফতার
প্রকাশের তারিখঃ ১২ মে, ২০২৫
প্রভাত সংবাদদাতা, চট্টগ্রাম: পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক সিপাহীকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার (১১ মে) রাতে লোহাগাড়া থানাধীন ফোর সিজন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম রেজাউল করিম (৪৯)। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার পূর্ব ডেংগাপাড়ার আবুল বাসারের ছেলে।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘চাঞ্চল্যকর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সিপাহী মো. রেজাউল করিমকে গ্রেফতার করা হয়েছে। তাকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
র্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দফতরে বিদ্রোহী বিডিআর সদস্যরা সদর দফতর দখল করে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা এবং ১৭ জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করে। এ সময় তারা অনেক অফিসার এবং তাদের পরিবারের সদস্যদের জিম্মি করে সরকারি স্থাপনা ও সম্পদ ভাঙচুর এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়েছিল।
বিদ্রোহ ও হত্যাযজ্ঞের ঘটনায় ঢাকার নিউ মার্কেট থানায় ৮৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং- ০৯(০৪)২০০৯। এ মামলার রায়ে সিপাহী মো. রেজাউল করিমকেও মৃত্যুদণ্ড সাজা প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.