আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
ফলন ভালো হওয়ায় হাসি কৃষকের মুখে
প্রকাশের তারিখঃ ১২ মে, ২০২৫
নজরুল ইসলাম,গাইবান্ধা: গাইবান্ধা জেলার সাত উপজেলায় বোরো ধান কাটায় ব্যস্ত দিন পার করছে কৃষকরা। ধানের বাম্পার ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকেরা ধান কাটা, মাড়াই ও শুকাতে ব্যস্তসময় পার করছেন। কোথায়ও কৃষি শ্রমিক, কোথায়ও আবার সরকারের ভর্তুকি দেয়া কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে। এলাকায় এলাকায় গিয়ে ধান কাটা ও মাড়াই কাজে কৃষি কর্মকর্তাগণ পরামর্শ ও উৎসাহ দেয়ায় উপজেলার কৃষকদের মাঝে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। সাঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে গাইবান্ধা জেলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলার সাত উপজেলায় এবার ১ লাখ ২৯ হাজার ২০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান আবাদ হয়েছে। এখন মাঠে মাঠে বাতাসের সঙ্গে দুলছে বোরো ধানের শিষ, দুলছে চাষির স্বপ্ন। কৃষকরা জানান, এ এলাকায় ধান কাটা শ্রমিকের সংকট রয়েছে। এতে অনেক কৃষক ধান কাটা, মাড়াই ও শুকাতে তাদের স্কুল-কলেজ পড়ুয়া ছেলে মেয়েদেরকে যুক্ত করছেন। পবনতাইড় গ্রামের কৃষক আবু জাফর জানান, গত কয়েক বছরের চেয়ে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তিনি ৫ বিঘা জমিতে হাইব্রিড জাতের ধান আবাদ করেছেন। তিনি প্রতি বিঘায় ২৫ থেকে ২৬ মণ ধান পেয়েছেন।
সাঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ খালেদ মাহমুদ জানান, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের সময়মতো সঠিক পরামর্শ দেয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবার উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তারপরও এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদিত হবে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.