• শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
এসএসসিতে ১৩০০ নম্বরের মধ্যে ১২৮৫ পেয়ে তাক লাগিয়ে দিলো নিবিড় আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল ক্ষমতায় যেতে নয়, বিএনপি দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ চায় : গয়েশ্বর জাবি শিক্ষার্থীর বাবার মৃত্যু, মৌমিতার ১০ বাস আটক সংবিধানে পরিবেশ অধিকারকে ‘মৌলিক অধিকার’ করার প্রস্তাব অ্যাটর্নি জেনারেলের অস্ত্র মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ ঐকমত্যে পৌঁছালে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র: আসিফ মাহমুদ অচেনা ফোনকল, বিমানে বোমা থাকার হুমকি ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া হেফাজতে ইসলামের
কচুয়ায় তীব্র তাপদাহে জনজীবন দুর্বিষহ

স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে পানিবাহীত রোগী

প্রভাত রিপোর্ট / ৯২ বার
আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫

শুভংকর দাস বাচ্চু, কচুয়া: বাগেরহাটের কচুয়ায় চলমান তীব্র তাপদাহে মানুষের জীবনযাপন চরম দুর্বিষহ হয়ে উঠেছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। অপর দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়েছে ডায়রিয়া, আমাশা ও জ্বর-সর্দি,কাশিতে আক্রান্ত রোগী। সোমবার (১২মে) দুপুরে এই উপজেলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে, যা শ্রমজীবী মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছে কমপক্ষে ৩৫ জন রোগী। ডায়রিয়া জ্বর,সর্দি,কাশি,শ্বাসকষ্টসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সে বহির বিভাগে চিকিৎসা নিচ্ছে গড়ে ২০০ জন রোগী। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে ৫৫ জন। এরমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত ১৫জন রোগী ।
চিকিৎসা নিতে আসা বাধাল-আফরা গ্রামে এনামুল পাইক জানান, প্রচন্ড গরমে ও রোদে ধান শুকানোর কাজ করে তিনি অসুস্থ্য হয়ে পড়েছে। তার প্রচন্ড জ্বর হয়েছে সেই সাথে মাথা বেথা ও আছে। মসনী গ্রামের ভ্যানচালক আলম শেখ জানান, রাস্তায় না বের হলে উপার্জন বন্ধ হয়ে যাবে, তাই বাধ্য হচ্ছেন ঝুঁকি নিয়ে প্রচন্ড রোদ ও গরমে ভ্যান চালাতে হচ্ছে।
স্থানীয় দিন মজুর ও নির্মাণ শ্রমিকরা জানান, প্রচন্ড গরমে কাজ করা কঠিন হয়ে পড়েছে, তবুও জীবিকার তাগিদে তারা বাধ্য হচ্ছেন কাজ করতে।‘গরমে মাথা ঘোরে, শরীর দুর্বল লাগে, কিন্তু কাজ না করলে খাব কী?’ মাথার ওপর তীব্র রোদ, কোথাও বাতাস নেই, তবু কাজ করতে হয়। অনেক কৃষক হিটস্ট্রোকের আশঙ্কায় ভুগছেন।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডাঃ মনিসংকর পাইক বলেন, হাসপাতালেও তীব্র গরমে ডায়রিয়া সহ পানিবাহীত রোগী বৃদ্ধি পেয়েছে। খোলা স্থানের খাবার ও শরবত পানি পান কার থেকে বিরত থাকতে হবে। চলমান তাপদাহে সকলকে পর্যাপ্ত পানি পান করাসহ বিশ্রাম নিতে হবে। পানি শুন্যা রোধে খাবার স্যালাই খাওয়া, ঘরের বাহিরে ছাতা ব্যবহার, যথা সম্ভাব ঠান্ডা স্থানে থাকা সহ প্রয়োজন ছাড়া ঘর থেকে কম বের হতে হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও