আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
এবার খুনের মামলায় গ্রেপ্তার মমতাজ
প্রকাশের তারিখঃ ১৩ মে, ২০২৫
প্রভাত বিনোদন : দীর্ঘ নীরবতা ভেঙে ২০২৪ সালের ১৩ অক্টোবর রাতে নিজের ফেসবুক পেজে হঠাৎ একটি গান পোস্ট করেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে’—এই কথার গানটি প্রকাশের পরই নেট–দুনিয়ায় আলোড়ন ওঠে। অনেকে ভেবেছিলেন, সংগীতে আবার সক্রিয় হচ্ছেন একসময়কার ‘ফোক কুইন’। কিন্তু কয়েক মাস না যেতেই এল ভিন্ন খবর—সোমবার ১২ মে রাত পৌনে ১২টায় মাসে খুনের মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পর থেকেই ছিলেন আড়ালে। রাজনীতি তো বটেই, সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও নিখোঁজ ছিলেন মমতাজ। ১৬ জুলাইয়ের পর তাঁর ফেসবুক পেজে আর কোনো পোস্ট ছিল না, যেখানে আগে প্রতিদিনই কিছু না কিছু দিতেন। ‘নিখোঁজ’ হওয়ার ঠিক ৮৮ দিন পর ১৩ অক্টোবর রাতে একটি গানের ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে আসেন তিনি। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকে মন্তব্য করেন, ‘কোথায় ছিলেন?’, ‘আপনি কি বিদেশে?’ কেউ কেউ রাজনৈতিক প্রেক্ষাপটে তির্যক মন্তব্য করলেও বেশির ভাগই ছিলেন গায়িকা মমতাজকে ফিরে পাওয়ার আনন্দে আপ্লুত।
গানটির কথাগুলো নিয়েও শুরু হয় আলোচনা। ‘আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরান বান্ধিবি কেমনে’—এই লাইনগুলো অনেকেই ব্যাখ্যা করেন একটি ‘সাংকেতিক বার্তা’ হিসেবে। কেউ মনে করেন, এটি আত্মগোপন ভেঙে ফেরার ঘোষণা। সংগীত ও রাজনীতি—দুই জগতেই নিজস্ব অবস্থান গড়ে তুলেছিলেন মমতাজ বেগম। তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গ্রামীণ শ্রোতাদের কাছে তাঁর জনপ্রিয়তা ছিল ঈর্ষণীয়। তবে ২০২৪ সালের জাতীয় নির্বাচনে নিজ এলাকা মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি। তার পর থেকেই ধীরে ধীরে আড়ালে চলে যান। এবার যখন মনে হচ্ছিল, আবার গানেই ফিরছেন, তখন এল গ্রেপ্তারের সংবাদ। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মমতাজের বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা রয়েছে। যদিও এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
এ ঘটনার পর সংগীতাঙ্গনের কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও সহশিল্পীদের কাছ থেকে উল্লেখযোগ্য প্রতিক্রিয়া দেখা যায়নি।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.