প্রভাত.সংবাদদাতা,গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলার বসতবাড়ি থেকে ২৫২ পিস ইয়াবা জব্দসহ জুঁই বেগম (৩০) নামে এক নারীকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর একটি দল। গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ বানিয়ারজান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
গ্রেফতারকৃত জুঁই বেগম দক্ষিণ বানিয়ারজানের মেরাজ আলীর স্ত্রী। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মেরাজ আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি করে ২৫২ পিস ইয়াবা জব্দসহ জুঁই বেগম নামের এক নারীরে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, জুঁই বেগম নামের এক মাদক কারবারিকে সদর থানায় হস্তান্তর করেছে সেনা সদস্যরা।