আজ
|| ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
দুর্নীতির মামলায় ডা. জুবাইদা রহমানকে আপিলের অনুমতি
প্রকাশের তারিখঃ ১৩ মে, ২০২৫
প্রভাত রিপোর্ট: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে কারাদণ্ডের বিরুদ্ধে আপিল আবেদন করার অনুমোদন দিয়েছেন হাইকোর্ট। জুবাইদা রহমানের পক্ষে করা আপিল আবেদনের ওপর শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো.খসরুজ্জামানের একক বেঞ্চ এই আদেশ দেন। আদালতে মঙ্গলবার (১৩ মে) আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এসএম শাহজাহান ও ব্যারিস্টার কায়সার কামাল। তাদের সঙ্গে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট জাকির হোসেন ভূইয়া ও অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ্। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। দুর্নীতির মামলায় ডা. জোবাইদা রহমানের ৫৮৭ দিনের বিলম্ব মওকুফ করে আপিল করার অনুমতি দিয়েছেন বলে তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন। তিনি বলেন, ৩ বছরের কারাদণ্ডের আপিলের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা.জুবাইদা রহমানকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট। এই আদেশের মাধ্যমে এখন জুবাইদা রহমান দণ্ডের বিরুদ্ধে আপিল করা হয়ে গেছে। এখন নিয়ম অনুযায়ী, আপিল আবেদনটি কার্যতালিকায় (কজলিস্টে) আসলে বিষয়টি শুনানি হবে। এ ছাড়াও এই মামলা স্থগিত চাওয়া ও জামিন আবেদনও শুনানি হতে পারে বলেও জানান তিনি।সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.