আজ
|| ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
সিরাজগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
প্রকাশের তারিখঃ ১৩ মে, ২০২৫
মো. রুবেল সরকার, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ৩,৯২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকালে তথ্যটি নিশ্চিত করেন সিরাজগঞ্জ র্যাব ১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ উসমান গণি।
গতকাল সোমবার সকালে র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩,৯২০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং নগদ ৫১৩০/- টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ২ আসামি হলেন, দিনাজপুর জেলার সাত খামার গ্রামেরে মৃত খতিব উদ্দিন ছেলে মোঃ আজগর আলী (৫৮) ও মোঃ আজগর আলীর মেয়ে মোছাঃ রাবেয়া বেগম (৪৫)।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.