আজ
|| ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
অনাগত সন্তানের বাবা দাবি করে সনকে ব্ল্যাকমেল, দুজন গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ১৫ মে, ২০২৫
প্রভাত স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহাম হটস্পার ও দক্ষিণ কোরিয়া জাতীয় দলের অধিনায়ক সন হিউং-মিনকে ব্ল্যাকমেল করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক দুজনের মধ্যে একজন ২০ বছর বয়সী নারী এবং অন্যজন ৪০ বছর বয়সী পুরুষ। তাঁরা ক্রমাগত মিথ্যা দাবি করে সনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করেন। সনকে জানানো হয়, ওই নারী অন্তঃসত্ত্বা এবং অনাগত সন্তানের বাবা সন। বিষয়টি গোপন রাখার বিনিময়ে তাঁরা ৩২ বছর বয়সী এই ফুটবলারের কাছে কয়েক লাখ ওন (দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম) দাবি করেন।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের গ্যাংনাম পুলিশ আজ জানিয়েছে, তারা একজন নারী ও একজন পুরুষকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজি চেষ্টার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই নারী গত বছরের জুনে সনকে এই বলে হুমকি দেন যে, তাঁর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন এবং সেই অনাগত সন্তানের বাবা সন। তবে বিষয়টি তিনি গোপন রাখবেন জানিয়ে সনের কাছে অর্থ দাবি করেন। সন তাতে অস্বীকৃতি জানালে ওই নারীর এক পরিচিত ব্যক্তি (গ্রেপ্তার হওয়া ৪০ বছর বয়সী পুরুষ) গত মার্চে সনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন এবং আলাদাভাবে অর্থ আদায়ের চেষ্টা করেন। সনের প্রতিনিধিরা গত ৭ মে পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ করেন এবং ওই দুজনের দাবি সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেন।
সিউলের গ্যাংনাম পুলিশ গত সোমবার অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে, যা স্থানীয় আদালত গতকাল অনুমোদন করেন। এরপরই পুলিশ অভিযান চালিয়ে সনকে ক্রমাগত ব্ল্যাকমেল করে যাওয়া ওই নারী ও পুরুষকে আটক করে।
সনের সংস্থা ‘সন অ্যান্ড ফুটবল লিমিটেড’ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা আপনাদের বলতে চাই, সন হিউং-মিন স্পষ্টতই ব্ল্যাকমেলের শিকার। পুলিশ বর্তমানে বিষয়টির তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন (থেকে তথ্য) পাওয়া মাত্রই আপনাদের বিস্তারিত জানাব।’ সন বর্তমানে ইংল্যান্ডেই আছেন। আগামীকাল রাতে প্রিমিয়ার লিগে তাঁর দল টটেনহাম অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.