আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
মধ্যরাতে কিম কার্দাশিয়ানের হোটেলের রুমে দুস্কৃতিদের হানা
প্রকাশের তারিখঃ ১৫ মে, ২০২৫
প্রভাত বিনোদন : মধ্যরাতে একদল দুষ্কৃতি হানা দেয় কিম কার্দাশিয়ানের হোটেলের রুমে। ধর্ষণ ও মৃত্যুভয়ে গুটিয়ে ছিলেন আমেরিকান তারকা। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা নিজেই জানিয়েছেন কিম। ২০১৬ সালে প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানেই হোটেল রুমে হঠাৎ ঢুকে পড়েছিল একদল দুষ্কৃতী। ঢুকেই কিমের দিকে বন্দুক তাক করেছিল তারা। কিমের কাছ থেকে সেই রাতে ৬০ লাখ ডলারের গহনা ছিনিয়ে নিয়েছিল তারা। সম্প্রতি প্যারিসের আদালতে ঘটনার বিশদ বিবরণ দিয়েছেন আমেরিকান তারকা। দুষ্কৃতীরা যে স্রেফ চুরির উদ্দেশ্য নিয়ে হানা দিয়েছে, তা প্রথমে বুঝতে পারেননি কিম। সেই রাতে কিমের পরনে ছিল শুধুই একটি তোয়ালে। দুষ্কৃতী ঢুকেই তার মুখ বেঁধে দিয়েছিল। কিম বলেছেন, আমি নিশ্চিত ছিলাম, এরা আমাকে ধর্ষণ করবে। মনে হয়েছিল, আজই আমার মৃত্যু হবে।
মডেলের অভিযোগ মতে, একাধিক দুষ্কৃতী ছিল। তারা সবাই পুলিশের বেশে হোটেলে ঢুকেছিল। প্রথমেই কিমের ঘরে ঢুকে তার হাতে হাতকড়া পরিয়েছিল। একজন দুষ্কৃতী কিমকে টানতে টানতে বাথটাবেও নিয়ে যাওয়ার কথা বলেছিল। এমনই কানে এসেছিল অভিনেত্রীর। তখন কিমের মনে হয়েছিল, হয়তো কোনও সন্ত্রাসী হামলার কবলে পড়েছেন তিনি। অভিনেত্রী ভাবেননি প্যারিস থেকে জীবিত অবস্থায় আমেরিকায় ফিরতে পারবেন। তখনই পরিবারের কথা ভেবে প্রার্থনা শুরু করে দিয়েছিলেন কিম। যে ঘটনা এখনও মনে পড়লে আঁতকে ওঠেন তিনি।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.