আজ
|| ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
আগামীকাল ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ
প্রকাশের তারিখঃ ১৭ মে, ২০২৫
প্রভাত স্পোর্টস: সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালের লাইনআপ চূড়ান্ত হলো। শুক্রবার প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশ ফাইনালে ওঠে। অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে একইদিন রাতে দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারত মালদ্বীপকে ৩-০ গোলে উড়িয়ে তাদের সঙ্গে মুখোমুখি লড়াই নিশ্চিত করেছে।
আগামীকাল রবিবার একই মাঠে হবে ভারত ও বাংলাদেশের শিরোপার লড়াই। ভারত টানা তিন ম্যাচ জিতে প্রতিযোগিতার শেষ ধাপে। আর বাংলাদেশ প্রথম ম্যাচ ড্র করলেও পরের দুটি জিতেছে। দুই দলই অপরাজিত থেকে শিরোপা নির্ধারণী মঞ্চে।
বয়সভিত্তিক এই প্রতিযোগিতাটি এখন পর্যন্ত অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ ক্যাটাগরিতে হয়েছে। ২০২৪ সালে শেষ আসরে বাংলাদেশ একমাত্র শিরোপা জেতে অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে। তারা শিরোপা ধরে রাখার লড়াই করবে।
ভারত অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। প্রথমবার এই ক্যাটাগরিতে তাদের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ।
ভারতকে হারিয়ে শেষটা রাঙাতে চান ছোটন, গ্রুপ পর্বে আমরা ভারত-নেপাল ম্যাচ দেখেছিলাম এবং সে অনুযায়ী পরিকল্পনা করেছিলাম। সেটা ছেলেরা বাস্তবায়ন করতে পেরেছে। ফাইনালে দক্ষিণ এশিয়ায় সবসময় ভারত দল। আশা করি অরুণাচলের দর্শকরা ভালো ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ফাইনাল দেখবে এবং আমরা জয়ের জন্য মাঠে নামবো।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.