আজ
|| ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
ওয়াংখেড়ে নিজের নামে স্ট্যান্ড দেখে অভিভূত রোহিত শর্মা
প্রকাশের তারিখঃ ১৭ মে, ২০২৫
প্রভাত স্পোর্টস : গত মাসেই ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক রোহিত শর্মার নামে একটি স্ট্যান্ড নামকরণের কথা জানিয়েছিল মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)। ওয়াংখেড়ে স্টেডিয়ামে যার উন্মোচন হয়ে গেছে শুক্রবার।
একই দিনে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আরও দুটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে। একটি হচ্ছে বিসিসিআই, আইসিসি ও এমসিএ’র সাবেক প্রধান শরদ পাওয়ারের নামে, অন্যটি হচ্ছে সাবেক ভারতীয় অধিনায়ক অজিত ওয়াদেকারের নামে। তিনটি স্ট্যান্ডই শুক্রবার উন্মোচন করেছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)।
নিজের নামে স্ট্যান্ড দেখতে পেয়ে অভিভূত রোহিত শর্মা নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘ওয়াংখেড়ে সব সময়ই আমার কাছে ছিল অবিশ্বাস্যরকম স্পেশাল। পেশাদার ক্রিকেট নিয়ে এখানেই স্বপ্ন দেখা শুরু। এখানেই ক্যারিয়ারের অবিস্মরণীয় সব মুহূর্তের অভিজ্ঞতা আর মুম্বাইয়ের দর্শকতো সব সময় আমাকে উজ্জীবিত করেছে। এই আইকনিক ভেন্যুতে আমার নাম দেখতে পেয়ে সত্যিই সেটার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। এটি আমার স্বপ্ন, সমর্থন ও গুরুত্বপূর্ণ মাইলফলক- যা আমার দীর্ঘ যাত্রাপথকে গড়ে তুলতে সহায়তা করেছে- সেসবের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এই সম্মানের জন্য আমি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
ওয়াংখেড়েতে সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার, দিলীপ ভেংসরকার ও বিজয় মারচেন্টের মতো ভারতীয় কিংবদন্তিদের নামেও স্ট্যান্ড রয়েছে। সেই জায়গায় রোহিতের বিশেষত্ব হচ্ছে ভারতের সক্রিয় ক্রিকেটার থাকা অবস্থায় তার নামে স্টেডিয়ামের একটি অংশ উৎসর্গ করা হয়েছে। অনুষ্ঠানে রোহিত, পাওয়ার ও ওয়াদেকারের পরিবারও এ সময় উপস্থিত ছিলেন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.