প্রভাত স্পোর্টস: পাঁচজন ইতালিয়ান ও একজন ব্রাজিলিয়ান—ব্রাজিল জাতীয় দলের কোচিং স্টাফ এভাবেই গোছাতে শুরু করেছেন কার্লো আনচেলত্তি। প্রধান কোচ হিসেবে এ ইতালিয়ান ২৬ মে ব্রাজিলের দায়িত্ব নেবেন। রিয়াল মাদ্রিদে তাঁর সহযোগী হিসেবে কাজ করা আরও চারজন স্টাফকে নিজের সঙ্গে নেবেন আনচেলত্তি। তাঁদের পাশাপাশি গোলকিপারদের কোচের ভূমিকায় থাকবেন ব্রাজিলের হয়ে ১৯৯৪ বিশ্বকাপজয়ী ক্লদিও তাফারেল। গ্লোবো স্পোর্ত জানিয়েছে, আনচেলত্তি তাঁর ছেলে ও জামাইকে ব্রাজিল জাতীয় দলের কোচিং স্টাফে নিচ্ছেন।
দুজনই অবশ্য আগে থেকেই আনচেলত্তির সঙ্গে আছেন। রিয়াল মাদ্রিদে আনচেলত্তির সহকারীর ভূমিকায় আছেন তাঁর ছেলে দাভিদ আনচেলত্তি। গ্লোবো স্পোর্ত জানিয়েছে, আগামী জুনে বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের কোচিং স্টাফে থাকা নিশ্চিত করেছেন দাভিদ। তবে কত দিন ব্রাজিলের সঙ্গে থাকবে, তা এখনো নিশ্চিত নয়। ৩৫ বছর বয়সী দাভিদ প্রধান কোচ হিসেবে নিজের আলাদা ক্যারিয়ার শুরু করতে চান। স্কটল্যান্ডের রেঞ্জার্স থেকে প্রস্তাবও আছে তাঁর কাছে। এ ছাড়া ইতালিয়ান ক্লাব কোমোতেও যাওয়ার সম্ভাবনা আছে।
ইতালির পার্মায় জন্ম নেয়া দাভিদ ফিটনেস কোচ হিসেবে ২০১২ সালে পিএসজিতে তাঁর বাবার সঙ্গে কাজ শুরু করেন। ২০১৬ সালে আনচেলত্তি বায়ার্ন মিউনিখের কোচ থাকতে সেখানে সহকারী কোচের দায়িত্ব পান দাভিদ। নাপোলি ও এভারটনেও বাবার সঙ্গে কাজ করেছেন দাভিদ। রিয়ালে আনচেলত্তির প্রথম মেয়াদে ফিটনেস কোচ এবং এবার দ্বিতীয় মেয়াদে সহকারীর ভূমিকায় আছেন তিনি।
আনচেলত্তির আরেকজন সহকারীর নামে ফ্রান্সেসকো মাউরি। ৩৬ বছর বয়সী এই ইতালিয়ান আনচেলত্তি পিএসজিতে থাকতে তাঁর সঙ্গে যোগ দেন। চোট পাওয়া খেলোয়াড়দের পুনর্বাসন করতে তখন ফিল্ড কোচের দায়িত্বে ছিলেন মাউরি। আনচেলত্তি নাপোলিতে থাকতে ২০১৮ সালে সহকারী কোচ হন মাউরি।
আনচেলত্তির তৃতীয় সহকারী কোচ বেনিয়ামিনো ফুলকো। ফিটনেস ট্রেইনারের দায়িত্বও তাঁর কাঁধে। তিনি শুধু আনচেলত্তির কোচিং স্টাফের সদস্যই নন, জামাইও। আনচেলত্তির বড় মেয়ে কাতিয়া আনচেলত্তিকে বিয়ে করেছেন ফুলকো। মিনো নামে পরিচিত এই ইতালিয়ান ২০১৩ সালে আনচেলত্তির কোচিং শিবিরে যোগ দেন। ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত রিয়ালে আনচেলত্তির প্রথম মেয়াদে পুষ্টিবিদের ভূমিকায় ছিলেন মিনো। মাদ্রিদের ক্লাবটিতে আনচেলত্তির দ্বিতীয় মেয়াদে তাঁর ভূমিকা সহকারী কোচ ও ফিটনেস ট্রেইনারের।
পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে আনচেলত্তির দলে রয়েছেন ৫২ বছর বয়সী সিমোন মনতানারো। রোমায় ক্যারিয়ার শুরু করা মনতানারো ফিওরেন্তিনা, সাম্পদোরিয়া, মিলান ও সেভিয়ায় কাজ করে ২০১৮ সালে আনচেলত্তির কোচিং স্টাফে ডাক পান।
গ্লোবো স্পোর্ত জানিয়েছে, দাভিদ যদি খুব দ্রুতই ব্যক্তিগত কোচিং ক্যারিয়ার শুরু করেন, আনচেলত্তি তাঁর জায়গায় পল ক্লেমেন্তকে ডাকবেন। এই ইংরেজ কোচ চেলসি, পিএসজি ও বায়ার্নে আনচেলত্তির সহকারী হিসেবে কাজ করেছেন। রিয়ালে আনচেলত্তির প্রথম মেয়াদেও সহকারীর ভূমিকায় ছিলেন ক্লেমেন্তে।
রিয়ালে আনচেলত্তির কোচিং স্টাফে শারীরিক ট্রেইনারের ভূমিকায় থাকা আন্তোনিও পিন্তাস ও গোলকিপারদের কোচ লুইস লপিসকে ব্রাজিল জাতীয় দলের কোচিংয়ে দেখা যাবে না। গ্লোবো স্পোর্ত জানিয়েছে, আনচেলত্তির সঙ্গে তারা ব্রাজিলে যাবেন না। দুঙ্গা ব্রাজিলের কোচ থাকতে ২০১৪ সালে জাতীয় দলের গোলকিপারদের কোচ হওয়া তাফারেলকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আনচেলত্তি। ১৯৯৪ বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে দৃঢ়তার পরিচয় দিয়ে ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন তাফারেল।
বিশ্বকাপ বাছাইয়ে আগামী ৬ জুন ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১১ জুন তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। আনচেলত্তি ২৬ মে ব্রাজিলের দায়িত্ব নিয়ে এ দুটি ম্যাচের জন্য ২৩ জনের স্কোয়াড গঠন করবেন।