আজ
|| ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৯শে জিলকদ, ১৪৪৬ হিজরি
মৌসুম শেষের আগেই নতুন রাইটব্যাক পেলো লিভারপুল
প্রকাশের তারিখঃ ১৮ মে, ২০২৫
প্রভাত স্পোর্টস : খবরটা বাতাসে ভাসছিল বিগত কয়েকদিন ধরেই। অ্যানফিল্ডের ঘরের ছেলে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড দল ছাড়ার পরেই নতুন একজনের জন্য অপেক্ষা ছিল লিভারপুলের। অপেক্ষার প্রহর খুব একটা বড় হলো না। সপ্তাহ দুয়েকের মধ্যেই নতুন রাইটব্যাক দলে নিয়েছে চলতি মৌসুমে ইপিএলের শিরোপা জেতা লিভারপুল। নামটাও একেবারেই পরিচিত। জার্মান বুন্দেসলিগায় দারুণ ছন্দে থাকা জেরেমি ফ্রিম্পংকে দলে টেনেছে তারা। বুন্দেসলিগায় বায়ার লেভারকুসেনের হয়ে গেল আসরে জিতেছেন শিরোপা। জাতীয় দলে নেদারল্যান্ডসের হয়েও নিয়মিত আলো ছড়িয়েছেন। ফ্রিম্পংয়ের সামনে এবার নতুন চ্যালেঞ্জ ইংলিশ প্রিমিয়ার লিগ।
দলবদলের বড় সূত্র ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন এই খবর। ডাচ এই রাইটব্যাককে দলে নিতে লিভারপুলের খরচ হচ্ছে ৩৫ মিলিয়ন ইউরো। রিলিজ ক্লজের পুরোটাই পরিশোধ করা হবে। ৫ বছরের চুক্তিতে তাকে দলে নিচ্ছে লিভারপুল। ইংলিশ রাইটব্যাক ট্রেন্টের বদলি হয়েই আসছেন তিনি।
একইদিনে অ্যানফিল্ডের ক্লাবটি অবশ্য রাইটব্যাক পজিশনের শক্তি আরও খানিকটা বাড়িয়েছে। তরুণ রাইটব্যাক কনর ব্র্যাডলির সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে অলরেডরা। ট্রান্সফার উইন্ডো আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই একদিনে দুই বড় খবর লিভারপুল ভক্তদের জন্য।
ফ্রিম্পং এবং লিভারপুলের মধ্যেকার মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছিল গেল সপ্তাহেই। দরকার ছিল কেবল দুই ক্লাবের মধ্যে সমঝোতা। শনিবার হয়ে গেল সেটাও। প্রিমিয়ার লিগে ফ্রিম্পং পাচ্ছেন স্বদেশি কোচ আর্নে স্লটকে। সেইসঙ্গে স্কোয়াডে পাবেন জাতীয় দলের দুই সতীর্থ ভার্জিল ভ্যান ডাইক এবং কোডি গাকপোকে।
জার্মান বুন্দেসলিগায় এবারের মৌসুমে ৩৩ ম্যাচে ৫ গোল এবং ৫ অ্যাসিস্ট করেছেন ফ্রিম্পং। চ্যাম্পিয়ন্স লিগে ১০ ম্যাচে আছে ৩ অ্যাসিস্ট। রাইটব্যাক, রাইট উইংব্যাক এবং ক্ষেত্রবিশেষে রাইট মিডফিল্ডার হিসেবেও বেশ কার্যকরী এই ডাচ ফুটবলার। ২৪ বছর বয়সের এই রাইটব্যাক লম্বা সময়ের জন্যই আসছেন লিভারপুলে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.