• মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর : শ্রম উপদেষ্টা এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি সাময়িক স্থগিত কালও নগর ভবনের সামনে অবস্থান করবেন ইশরাক সমর্থকরা শেখ পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর পৌনে ২ লাখ কোটি টাকার সম্পদ জব্দ : প্রেস সচিব নাজিরপুরে ঘুর্ণিঝড় পুর্বাভাস ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনার সভা অনুষ্ঠিত দেশ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে: আমীর খসরু মাহমুদ চৌধুরী যারা একটি দলের প্রতিনিধির কাজ করেছে, তাদের অবিলম্বে পদত‍্যাগ করতে হবে: ইশরাক হোসেন ইইউ থেকে বেরিয়ে যাওয়ার দীর্ঘদিন পর সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন নকলায় পলিন কসমেটিক অ্যান্ড হারবাল প্রোডাক্ট সিলগালা বিশ্বরেকর্ড গড়ে শাকিলের এভারেস্ট জয়

কালও নগর ভবনের সামনে অবস্থান করবেন ইশরাক সমর্থকরা

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : সোমবার, ১৯ মে, ২০২৫

প্রভাত রিপোর্ট: ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নগর ভবন ঘিরে লাগাতার কর্মসূচির ধারাবাহিকতায় আজ সোমবার বিকালে আগামীকাল মঙ্গলবার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক ও সাবেক সচিব মশিউর রহমান। এসময় তিনি এখনও নগরবাসীর এই দাবি কেন মেনে নেয়া হচ্ছে না প্রশ্ন রাখেন এবং সরকারের হঠকারিতা করছে বলে অভিযোগ করে চরম নিন্দা প্রকাশ করেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে উল্লেখ করে মশিউর রহমান বলেন, ‘যদি আগামীকালের মধ্যে এই দাবি মেনে নেওয়া না হয়, এর খেসারত সরকারকেই দিতে হবে।’ যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে সরকারকে হুঁশিয়ার করেন তিনি। এর আগে আজ সোমবার বেলা ১১টা থেকে নগরভবন এবং এর আশপাশের এলাকায় ‘ঢাকাবাসী’ ব্যানারে ব্লকেড কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। বেলা ১১টায় কর্মসূচির শুরুর আগে থেকেই নগর ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে বঙ্গ মার্কেট এলাকা অবরোধ করেন আন্দোলনকারীরা। একইসঙ্গে গোলাপ শাহ মাজারের রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়। কার্যত সকাল থেকেই নগর ভবন, পুলিশ হেডকোয়ার্টারসহ আশপাশের এলাকায় অচলবস্থা বিরাজ করেছে।
ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ সোমবার পঞ্চম দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকাবাসী। এর আগে গত শনিবার ও রবিবার সচিবালয় অভিমুখে হাজার হাজার নগরবাসীর অংশগ্রহণে বিক্ষোভ কর্মসূচিও পালন করেন আন্দোলনকারীরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও