আজ
|| ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
আইপিএলের প্লে-অফে টিকে থাকা মুম্বাই ও দিল্লির সমীকরণ
প্রকাশের তারিখঃ ২০ মে, ২০২৫
প্রভাত স্পোর্টস: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা দ্বিতীয় বার লিগ পর্বেই ছিটকে গেল লখনৌ সুপার জায়ান্টস। এ মৌসুমে দুর্দান্ত টিম গড়েছিল তারা। মেগা অকশনে রেকর্ডও গড়েছিল। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি প্লেয়ার হয়ে ওঠেন ঋষভ পান্ত। তাকে ২৭ কোটি রুপিতে কিনেছিল লখনৌ। টিমে মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরানের মতো বিধ্বংসী ব্যাটার। তবুও প্লে-অফে উঠতে ব্যর্থ দল। আশা জিইয়ে রাখতে গতকাল (সোমবার) ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জিততেই হত লখনৌকে। সানরাইজার্স আগেই ছিটকে গিয়েছিল। তাদের হারানোর কিছু নেই। বরং, বাকি ম্যাচগুলো একপ্রকার মান বাঁচানোর লড়াই তাদের কাছে। লখনৌয়ের মাঠে ৬ উইকেটের বিশাল জয়ে মান বাঁচলই বটে। এর সঙ্গে বিদায়ঘণ্টা বেজে গেল লখনৌয়ের।
টস জিতে লখনৌকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল সানরাইজার্স। শুরুটা হয়েছিল দুর্দান্ত। ওপেনিং জুটিতেই ১১৫ রান যোগ করেন মার্শ-মার্কব়াম। মিডল অর্ডার ফের ভরসা দিতে ব্যর্থ। ক্যাপ্টেন ঋষভ পান্ত তিনে নেমে ৬ বলে ৭ রানেই ফেরেন। পুরো আসরেই ব্যর্থ ছিলেন নিলামে সবচেয়ে বেশি দাম পাওয়া এই ক্রিকেটার। নিকোলাস পুরান ২৬ বলে ৪৫ রান করেন। ২০ ওভারে ৭ উইকেটে ২০৫ রান করে লখনৌ। বড় টার্গেট তাড়ায় ১০ বল বাকি থাকতেই জয় নিশ্চিত হয়ে গেছে হায়দরাবাদের। অভিষেক মাত্র ২০ বলে ৫৯ রান করেন। মিডল অর্ডারে হেনরিখ ক্লাসেন ২৮ বলে করেন ৪৭। কামিন্দু মেন্ডিস ২১ বলে ৩২ করে চোটের কারণে মাঠ ছাড়েন।
চলমান আইপিএলে প্রথম দল হিসেবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। এরপর একে একে রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং সর্বশেষ লখনৌ সুপার জায়ান্টসের বিদায় নিশ্চিত হয়ে গেছে। এদিকে, তিনটি দল গুজরাট টাইটানস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর পাঞ্জাব কিংস প্লে অফ নিশ্চিত করেছে। বাকি একটি জায়গার জন্য সমীকরণের দৌড়ে রয়েছে মুম্বাই ও দিল্লি।
লখনৌ সুপার জায়ান্টসের আর দুটি ম্যাচ বাকি। ফলে সর্বাধিক ১৪ পয়েন্টে পৌঁছাতে পারবে তারা। প্লে-অফের লড়াইয়ে টিকে আছে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। মুম্বাইয়েরও ১৪ পয়েন্ট রয়েছে। যদিও নেট রান রেটে অনেক অনেক এগিয়ে তারা। পরের ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ও দিল্লি। মুম্বাই জিতলে প্লে-অফ সেখানেই নিশ্চিত। দিল্লি ক্যাপিটালসের বিদায় হয়ে যাবে।
অবশ্য দিল্লি যদি মুম্বাইকে হারিয়ে দেয়, জমে উঠবে প্লে-অফ। দিল্লির রয়েছে ১৩ পয়েন্টে। মুম্বাই ও পাঞ্জাবকে হারালে তারা ১৭ পয়েন্টে পৌঁছাতে পারবে। সুতরাং, মুম্বাইকে হারালেও তাদের অপেক্ষা করতে হবে। পাঞ্জাবও যদি মুম্বাইকে হারায় তবেই প্লে-অফে যেতে পারবে দিল্লি। কিন্তু মুম্বাই যদি দিল্লিকে হারায় ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করবে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.