আজ
|| ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে মহর্রম, ১৪৪৭ হিজরি
কাকরাইলে শ্রমিক-পুলিশ মুখোমুখি
প্রকাশের তারিখঃ ২০ মে, ২০২৫
প্রভাত রিপোর্ট: বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কাকরাইলে মঙ্গলবার (২০ মে) দুপুরে পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থানে যায় পোশাকশিল্প প্রতিষ্ঠান টিএনজেড গ্রুপের শতাধিক শ্রমিক। দুপুর আড়াইটার দিকে জাতীয় শ্রম ভবনের সামনে থেকে মিছিল শুরু করে শ্রমিকরা কাকরাইল মোড় হয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের দিকে অগ্রসর হন। তবে ৩টার দিকে তারা প্রধান বিচারপতির বাসভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েন এবং সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় শ্রমিকরা ‘বেতন চাই, বোনাস চাই—চূড়ান্ত হিসাব আজই চাই’; ‘১৪ মাসের ঘাম কোথায়? টিএনজেড জবাব চাই!’; ‘মেহনতি মানুষের ঘাম বৃথা যেতে পারে না’; ‘যেখানে বেতন নেই, সেখানে শান্তি নেই!’ এবং ‘আমরা চাই না দয়া, চাই ন্যায্য পাওনা’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।
এর আগে সকাল ৯টা থেকেই শ্রমিকরা জাতীয় শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.