আজ
|| ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
রিয়াল মাদ্রিদের নতুন কোচ আলোনসো ফেরাচ্ছেন আর্জেন্টিনার মিডফিল্ডার নিকো পাজকে
প্রকাশের তারিখঃ ২১ মে, ২০২৫
প্রভাত স্পোর্টস: কার্লো আনচেলত্তির জায়গায় রিয়াল মাদ্রিদের নতুন কোচ হয়ে যাচ্ছেন জাবি আলোনসো। কোনো ক্লাবে নতুন কোচ মানেই নতুন খেলোয়াড়ের আগমন। আলোনসো এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, নতুন কয়েকজন খেলোয়াড় তিনি নেবেন সান্তিয়াগো বার্নব্যুতে। আলোনসোর সেই পছন্দের খেলোয়াড়দের একজন আর্জেন্টিনার মিডফিল্ডার নিকো পাজ। ১৯৯৮ বিশ্বকাপে খেলা আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার পাবলো পাজের ছেলে নিকো পাজ অবশ্য রিয়ালেরই একাডেমির খেলোয়াড়। নিকো পাজের ফুটবলের হাতেখড়ি সিডি সান হুয়ানে। সেখান থেকে টেনেরিফে হয়ে ২০১৬ সালে রিয়ালের যুব দলে নাম লেখান নিকো পাজ।
২০২২ সালে রিয়ালের বি দলে অভিষেক। ২০২৩ সালে খেলতে শুরু করেন মূল দলেও। কিন্তু ২০২৪ সালে ইতালির ক্লাব কোমো ৬০ লাখ ইউরোতে কিনে নেয় নিকো পাজকে। সেই সময় চুক্তিতে একটি শর্তও অবশ্য জুড়ে দেওয়া হয়েছিল। রিয়াল চাইলে তাঁকে ৯০ লাখ ইউরোতে আবার কিনতে পারবে।
স্প্যানিশ রেডিও কাদেনা কোপ খবর দিয়েছে, সেই শর্ত প্রয়োগ করেই নিকো পাজকে রিয়ালে ফেরাতে চাইছেন আলোনসো। খবরে আরও বলা হয়েছে, চলতি মৌসুমে কোমোর হয়ে সিরি ‘আ’তে ভালো খেলা নিকো পাজকে ক্লাব বিশ্বকাপের আগেই দলে ভেড়ানোর কথা ভাবছে রিয়াল। ২০ বছর বয়সী নিকো পাজ কোমোতে গড়ে উঠেছেন স্পেন ও বার্সেলোনার সাবেক খেলোয়াড় সেস্ক ফাব্রেগাসের অধীনে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.