আজ
|| ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
ওমর ফারুক খানকে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ
প্রকাশের তারিখঃ ২৪ মে, ২০২৫
প্রভাত অর্থনীতি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের নতুন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে মো. ওমর ফারুক খানকে নিয়োগের ঘোষণা দিয়েছে। ওমর ফারুক গত বছরের সেপ্টেম্বরে ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। এর আগে তিনি এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন। ৩৭ বছরের দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে ওমর ফারুক আন্তর্জাতিক ব্যাংকিং উইং ও স্থানীয় কার্যালয়সহ—যা ইসলামী ব্যাংকের বৃহত্তম অপারেশনাল ইউনিট—বিভিন্ন বিভাগ, ডিভিশন, জোন অফিস ও শাখা প্রধানের দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে কর্মজীবন শুরু করেন ওমর ফারুক। তিনি সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশে ব্যাংকিং ও ক্রেডিট ব্যবস্থাপনার ওপর বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি ও সেমিনারে অংশ নিয়েছেন। ১৯৮৩ সালের মার্চ মাসে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম শরিয়াহভিত্তিক তফসিলি বাণিজ্যিক ব্যাংক।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.