আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতায় আমিরকে নিষিদ্ধের দাবি
প্রকাশের তারিখঃ ২৪ মে, ২০২৫
প্রভাত বিনোদন : বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ও তার আসন্ন ছবি ‘সিতারে জামিন পার’ নিষিদ্ধ ঘোষণা করার দাবি উঠেছে বলিউডে। প্রথম কারণ, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সময়মতো প্রতিক্রিয়া দেননি নায়ক। আর দ্বিতীয় কারণ, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে নায়কের করমর্দন ও ছবি তোলা- সব মিলিয়ে তার ওপর রেগে যায় ভারতীয়রা। ফলে আমির খানের ওপর নিষেধাজ্ঞা জারির দাবি ওঠে। যদিও আমির নিজে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি। তবে তার হয়ে মুখ খুললেন বলিউড অভিনেতা সুনীল শেঠি।
এ প্রসঙ্গে সুনীল শেঠি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘সবাই বলিউডের পেছনে লাগে। এখানে বলিউডের প্রসঙ্গ আসে কোথা থেকে? দেশের বিষয়ে তো রাজনীতিকেরা কথা বলবেন। দেশের স্বার্থে কিছু হলে, আমরা তো সেটা সমর্থন করবই। তাই তো আমরা দেশাত্মবোধক ছবি বানাই। আমরা তো আমাদের কাজ করছি।’
সুনীল বলেন, ‘মানুষের অতীত ভুলে যাওয়া উচিত। আজকের সময়ের প্রতিনিধিত্ব অতীত করে না। তাই ভবিষ্যতে আমরা কী করছি, সেটাই গুরুত্বপূর্ণ। বড় কোনো অনুষ্ঠানে গেলে কারও মাথায় থাকে না, কে কার সঙ্গে ছবি তুলছে। ছবি না তুললেও লোকে বলবে অহঙ্কারী। তাই যা-ই হোক সমালোচিত হতেই হবে।’
উল্লেখ্য, আমিরের শেষ ছবি ‘লাল সিংহ চাড্ডা’ বক্স অফিসে অসফল। তারপর দীর্ঘদিন বলিউড থেকে দূরে ছিলেন তিনি। বর্তমানে ‘সিতারে জামিন পার’ ছবির মাধ্যমে ফের বলিউডে প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন আমির। কিন্তু এর মধ্যেই তাকে ও তার আসন্ন ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি ওঠে। সেই ক্ষোভ আরও বাড়িয়ে দেয় তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আমিরের একটি ছবি। তবে এই ছবি তোলা হয়েছিল ২০১৭ সালে। সেই সময় তুরস্কে গিয়েছিলেন আমির। আর পাকিস্তানের সমর্থক দেশের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি নেটিজেনরা।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.