আজ
|| ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল
প্রকাশের তারিখঃ ২৪ মে, ২০২৫
প্রভাত রিপোর্ট: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদলপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধিদল।
ঢাকা: বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধিদল। শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদলটি যমুনায় পৌঁছায়। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে তারা।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ।
এদিন রাত সাড়ে ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বৈঠকের কথা রয়েছে। এছাড়া রাতে জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বলে জানা গেছে।
কয়েকদিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতা ও এর জেরে প্রধান উপদেষ্টার পদত্যাগের চিন্তাভাবনা নিয়ে আলোচনা চলছে দেশজুড়ে। দলগুলো বলছে, পদত্যাগ না করে প্রধান উপদেষ্টা নির্বাচন দিন, এটাই তাদের চাওয়া।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.