আজ
|| ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
শাহজাদপুরে পেট্রোলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের অর্ধ দিবস কর্মবিরতি
প্রকাশের তারিখঃ ২৫ মে, ২০২৫
মো.ইউনুছ আলী, শাহজাদপুর : পূর্বঘোষণা অনুযায়ী, ১০ দফা দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করছে শাহজাদপুর পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ। রবিবার (২৫ মে) সকাল ৬টা থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে। চলবে দুপুর ২টা পর্যন্ত। উল্লেখ যে , গত ১১ মে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ বলেছিল, ২৪ মের মধ্যে দাবি আদায় না হলে তারা ২৫ মে প্রতীকী কর্মসূচি পালন করবে। কিন্তু, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় রোববার (২৫ মে) সকাল ৬টা থেকে সারা দেশের পেট্রলপাম্প ও ট্যাংকলরি বন্ধ রেখেছে তারা। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বাঘাবাড়িতে চলছে কর্মবিরোতী। ফলে সৃষ্টি হয়েছে তিব্র যানযট। মারাত্মক বাধাগ্রস্থ হচ্ছে যাত্রী সেবা। জানা যায়, শাহজাদপুরের বাঘাবাড়ি এ ডিপো থেকে প্রতিদিন প্রায় ২৫ থেকে ২৭ লাখ লিটার পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন উত্তোলন করা হয়। যার বাজারমূল্য প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকা।এই ডিপো থেকেই সরবরাহ করা হয়ে থাকে উত্তরাঞ্চলের ১৬টি জেলা ছাড়াও টাঙ্গাইল, শেরপুর ও জামালপুর জেলায়।
পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন, তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ শতাংশ করা। সড়ক ও জনপথ অধিদপ্তরের ইজারা ভূমির ইজারা মাশুল আগের মতো বহাল রাখা। পাম্প-সংযোগ সড়কের ইজারা নবায়নে আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত পে-অর্ডার জমা দিলেই তা নবায়ন বিবেচিত করা। বিএসটিআই শুধু ডিসপেন্সিং ইউনিট স্ট্যাম্পিং ও পরিমাপ যাচাই করবে। আন্ডারগ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন, ডিপ রড পরীক্ষণ ফি ও নিবন্ধনপ্রথা বাতিল করা। পরিবেশ, কলকারখানা ও ফায়ার সার্ভিস লাইসেন্সের বিধান বাতিল করা। ঘরের মধ্যে বা খোলা স্থানে অবৈধভাবে মেশিন বসিয়ে জ্বালানি বিক্রি বন্ধ করা এবং ডিলারশিপ ছাড়া বিপণন কোম্পানির সরাসরি তেল বিক্রি বন্ধ করা। ট্যাংকলরির চালকদের লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স ইস্যু সহজ করা। রাস্তায় যেখানে-সেখানে ট্যাংকলরি থামিয়ে কাগজপত্র পরীক্ষা না করে তা তেলের ডিপো গেটেই সম্পন্ন করা। সব ট্যাংকলরি জন্য আন্তজেলা রুট পারমিট ইস্যু করা এ সকল দাবীর জন্য আজকে আমরা এ কর্মসূচি পালন করছি। দাবী আদায় না হলে পরবর্তীতে আলাপ আলোচনা করে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.