• বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
জলবন্দী জনপদ রূপগঞ্জ, জলাবদ্ধতায় বিপর্যস্ত লাখো মানুষ এমবাপ্পেই পেলেন রিয়ালের নতুন ‘১০ নম্বর’ জার্সি উরুগুয়েকে উড়িয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল র‌্যাংকিং পদ্ধতি নয়, তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে সংসদে আলোচনা চায় বিএনপি ৪ তারিখের পর নির্বাচনের দিন ঘোষণা, আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা:আমানউল্লাহ আমান জুলাই শুধু স্বৈরাচার-মুক্তির মাস নয়, এটি আমাদের পুনর্জন্মের মাস : প্রধান উপদেষ্টা আমরা আর চাঁদাবাজি দেখতে চাই না : সারজিস আলম কালিয়াকৈরে পৌর বিএনপির ২ নং ওয়ার্ড কমিটির আনন্দ মিছিল শিবচরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরন নাজিরপুরে যুগলকৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্র-ছাত্রীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কর্মবিরতি স্থগিত, ১২ দিন পর বেনাপোল বন্দরে কর্মচাঞ্চল্য

প্রভাত রিপোর্ট / ৫২ বার
আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা, বেনাপোল: রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি স্থগিত করায় ১২ দিন পর কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল স্থলবন্দরে। সোমবার (২৬ মে) সকাল থেকে কাস্টমস হাউজে পুরোদমে কাজ চলছে। এর আগে ১৪ মে থেকে ২৫ মে পর্যন্ত টানা ১২ দিন কর্মবিরতি পালন করেন কাস্টমস কর্মকর্তারা।
রবিবার (২৫ মে) রাতে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আলোচনায় সরকার পক্ষ থেকে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশটি সংশোধনের আশ্বাস দেওয়া হয়। জানানো হয়, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে অধ্যাদেশটি সংশোধন করে এনবিআরকে অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগে রূপান্তর করা হবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, দীর্ঘ ১২ দিন ধীরগতির কারণে অনেক কাজ পিছিয়ে গেছে। রোববার রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ায় সোমবার সকাল থেকে বাকি কাজ পুষিয়ে নিতে পুরোদমে কাজ শুরু করেছেন কাস্টমস কর্মকর্তারা। শুল্কায়নসহ আমদানি-রপ্তানি কার্যক্রম চলছে স্বাভাবিকভাবে।
বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার বলেন, রোববার সকাল থেকে কাস্টমস হাউজ, বন্দর ও আন্তর্জাতিক চেকপোস্টে কর্মবিরতি ছিল। রাতে জাতীয় রাজস্ব ঐক্য পরিষদের নেতারা সরকারের লিখিত আশ্বাস ও আলোচনার অগ্রগতির ভিত্তিতে কর্মবিরতির কর্মসূচি স্থগিত করায় সোমবার সকাল থেকে কাজ শুরু হয়েছে।
প্রতিদিন পেট্রাপোল বন্দর থেকে ৪৫০ থেকে ৫০০ ট্রাক পণ্য ভারত থেকে আমদানি হয়ে থাকে। আর বেনাপোল দিয়ে ২৫০ থেকে ২৮০ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে। দেশের ৭৫ ভাগ শিল্পপ্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য ভারত থেকে আমদানি হয় এ বন্দর দিয়ে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও