• মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
সাবেক সচিব, বিচারক ও নির্বাচন কমিশনারসহ ১২ জনের ফ্ল্যাট বরাদ্দ বাতিল আকুর বিল পরিশোধ, রিজার্ভ ২৯.৫৩ বিলিয়ন ডলার প্রধান উপদেষ্টাকে ৩ কোম্পানির চিঠি ৮০ শতাংশ মালিকানা বিদেশি বিনিয়োগে আস্থা কমাবে বৃষ্টিতে ভোগান্তি রাজধানীবাসীর এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেন ২ শতাধিক আন্দোলনকারী গোলাম দস্তগীর গাজীর কোম্পানির শেয়ার, ব্যাংক হিসাব ফ্রিজ আইএফআইসি ব্যাংক কর্মকর্তাসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা বিগত তিন নির্বাচনকে ‘বৈধ’ বলা পর্যবেক্ষকদের সুযোগ দেয়া হবে না : সিইসি যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫ শতাংশ শুল্ক চূড়ান্ত না: অর্থ উপদেষ্টা বাড়ছে ডেঙ্গু রোগী, তবুও কমছে না মশা

লক্ষ্মীপুরে অবৈধ ২১ স্থাপনা উচ্ছেদ, দেড় কোটি টাকার সম্পত্তি উদ্ধার

প্রভাত রিপোর্ট / ২৮ বার
আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সরকারি ২০ শতাংশ জমিতে অবৈধভাবে গড়ে তোলা ২১টি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। সোমবার (২৬ মে) সকালে সদর উপজেলার রসুলগঞ্জ বাজারে পানি উন্নয়ন বোর্ড ও সরকারি খাস জমি থেকে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। সেনাবাহিনীর সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমানের নেতৃত্বে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকারীরা জানায়, সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে পানি উন্নয়ন বোর্ডের খালের ওপর ও সরকারি খাস জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে ভোগ করে আসছিল প্রভাবশালীরা। এতে খালে পানি প্রবাহ বন্ধ হয়ে পড়েছিল। দূষণ হচ্ছে খালের পরিবেশ। খালে স্বাভাবিকভাবে পানি প্রবাহ নিশ্চিত করতে ২০ শতাংশ জমিতে অবৈধভাবে গড়ে তোলা ২১টি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, বর্ষার আগে খালে পানি প্রবাহে প্রতিবন্ধকতা অপসারণে ৩০ এপ্রিল লক্ষ্মীপুর পৌরসভার মাদাম ব্রিজ এলাকায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচি উদ্বোধন করা হয়। ২১ মে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের অভিরখিল ও ছাগলছিড়া খালের ওপর থাকা ১২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ২২ মে রায়পুর পৌরসভার বিভিন্ন এলাকায় ডাকাতিয়া নদী থেকে ৪টি বড় আড়াআড়িভাবে দেওয়া অবৈধ বাঁধ অপসারণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান বলেন, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু কেউ তা সরায়নি। এজন্য আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। উচ্ছেদ করা হয়েছে খাল ও সরকারি জমিতে থাকা ২১টি দোকানঘর। উদ্ধারকৃত জমির বাজার মূল্য প্রায় দেড়কোটি টাকা।
প্রসঙ্গত, গত বছর আগস্ট মাসের শেষ দিকে প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে লক্ষ্মীপুরে বিভিন্ন এলাকায় বাড়িঘর ডুবে যায়। পরবর্তীতে ফেনী-নোয়াখালী থেকে বন্যার পানি এসে প্রায় দেড় মাস পানিবন্দি ছিল প্রায় ৮ লাখ মানুষ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও