• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
দুই বড় বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ মোহাম্মদপুরের সন্ত্রাসী গোষ্ঠী ‘কবজিকাটা গ্রুপ’-এর প্রধান টুন্ডা বাবু গ্রেপ্তার মুরাদনগরে এক পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা: অভিযোগ তারা মাদক কারবারি শিবচরে সপ্তাহব্যাপী জাতীয় ফল ও ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন ছাত্র-জনতার ধাওয়ায় ডোবায় ঝাঁপ দিলেন কেশবপুর পৌরসভার সাবেক মেয়র বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২ ৫৬ বন্দির সাজা মওকুফ: কোন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন কতজন সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন: আমীর খসরু বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐকমত্য গঠনের চেষ্টা করে যাচ্ছে : সালাহউদ্দিন আহমদ তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত : আলী রীয়াজ

অন্যায়- জালিমের বিরুদ্ধে নজরুলের লেখনী ছিল আজীবন- শিক্ষা উপদেষ্টা

প্রভাত রিপোর্ট / ৩৭ বার
আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫

ময়মনসিংহ ব্যুরো: শিক্ষা উপদেষ্ঠা প্রফেসর ড.সি.আর. আবরার বলেছেন অন্যায়- জালিমের বিরুদ্ধে নজরুলের লেখনী ছিল আজীবন। মুক্তিযোদ্ধের চেতনায় আমাদের উজ্জীবিত হয়ে দেশ সেবায় আত্ননিয়োগ করতে হবে। ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত হয় আমাদের সে লক্ষে কাজ করতে হবে। সকল অপশক্তিকে দুর করে আমাদের সংস্কার সাধন করতে হবে। তিনি গতকাল মোমবার বিকেলে নজরুল বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমদ খান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এম জাকির হোসেন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নজরুল পদক প্রদান উপ-কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. হাবিব-উল- মাওলা। অনুষ্ঠানে দুইগুনী ব্যক্তিকে নজরুল সম্নাননা প্রদান করা হয়। তাঁরা হলেন নজরুল গবেষক প্রফেসর ড.রশিদুন নবী ও নজরুল সংগীত শিল্পী মোঃ ইয়াকুব আলী খান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এ দিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে তিননি ব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটায় স্থানীয় সরকারি নজরুল একাডেমি মাঠে নজরুল মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ। ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের যুগ্ন সচিব হায়দর আলী, ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) জিয়া আহমেদ সুমন, ত্রিশাল সরকারি নজরুল কলেজের অধ্যক্ষ অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লেখক, স্থপতি ও নাট্যকার শাকুর মজিদ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও