আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
কানে ব্যস্ত আলিয়া, মুম্বাইয়ে রাহাকে সামলাচ্ছেন রণবীর
প্রকাশের তারিখঃ ২৬ মে, ২০২৫
প্রভাত বিনোদন : বর্তমান সময়ে পুরুষের পাশাপাশি নারীরাও সমানতালে কর্মক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। সাধারণত নারীরা সন্তান ও সংসার নিয়ে ব্যস্ত থাকে, এমন চিত্রই দেখা যায় হরহামেশা। তারকাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটে না। কিন্তু বলিউড অভিনেতা রণবীর কাপুর যেন মোটেও তেমনটা নন। অন্তত স্ত্রী আলিয়ার কান জয়ের সময় তিনি যেভাবে বাবার দায়িত্ব পালন করেছেন, তা সত্যিই প্রশংসাযোগ্য। নেটিজেনরা তো অভিনেতাকে ‘সুপারড্যাড’ তকমা দিয়েই ফেলেছেন।
আপাতত ফ্রান্সে কানের মঞ্চে ব্যস্ত আলিয়া। প্রথমবার অভিষেকেই বাজিমাত করেছেন তিনি। প্রথমদিনের ফ্লোরাল পোশাকের ভিন্টেজ লুক মন ছুঁয়েছে সকলের। আবার দ্বিতীয় দিনে গুচির শাড়ি পরে অনুরাগীদের নজর কেড়েছেন অভিনেত্রী।
এদিকে, মা যখন কানের মঞ্চে ব্যস্ত তখন মুম্বাইতে বাবার দেখভালে দিব্যি দিন কাটছে ছোট্ট রাহার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে এমনই চিত্র।
যেখানে দেখা মিলেছে, রবিবার দুপুরে বাবার সঙ্গে কীভাবে সময় কাটাচ্ছেন রাহা। এদিন মেয়েকে নিয়ে মুম্বাইয়ের মাউন্ট মেরি গির্জায় যান অভিনেতা। গির্জায় ঢুকে বেশ কিছুক্ষণ বাবা ও মেয়ে সময় কাটান। এসময় রণবীরের পরনে ছিল হালকা গেঞ্জি, প্যান্ট এবং মাথায় টুপি। ছোট্ট রাহার পরনে গোলাপি ও সবুজের মিশেলে ফ্রক। পায়ে স্নিকার্স।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি যেন বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে। স্ত্রীর অনুপস্থিতিতে যেভাবে মেয়ের দায়িত্ব পালন করছেন রণবীর, তা দেখে মুগ্ধ নেটিজেনরা। কেউ কেউ তো আবার রণবীরকে ‘সুপারড্যাড’ তকমাও দিয়ে বসেছেন।
আলিয়া, রণবীরের সঙ্গে প্রায়শয়ই দেখা যায় রাহাকে। তবে বেশিরভাগ সময় বাবার কোলই জড়িয়ে থাকতে দেখা যায় খুদেকে। কেউ কেউ বলেন, রাহা নাকি বাবাকেই বেশি পছন্দ করেন।
যদিও সন্তান জন্মের আগে নাকি রণবীর-আলিয়া সিদ্ধান্ত নিয়েছিলেন সন্তানকে নিজেরাই বড় করবেন। এক্ষেত্রে কোনো ন্যানির সাহায্য নেবেন না। সে কারণে মা না থাকলে বাবা, আর বাবা ব্যস্ত থাকলে মায়ের সঙ্গে সময় কাটে রাহার।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.