আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
চ্যাম্পিয়নস লিগে শেষ তিনটি জায়গা পেলো সিটি, চেলসি ও নিউক্যাসল
প্রকাশের তারিখঃ ২৬ মে, ২০২৫
প্রভাত স্পোর্টস: শেষ হলো ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম। চ্যাম্পিয়নস লিগের শেষ তিনটি জায়গা কারা নেবে, সেটি নিয়েই আগ্রহ ছিল সবার। শেষ পর্যন্ত শেষ তিনটি জায়গা পেয়েছে ম্যানচেস্টার সিটি, চেলসি ও নিউক্যাসল। চ্যাম্পিয়ন লিভারপুল, রানার্সআপ আর্সেনাল ও ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহামের সঙ্গী হলো দল তিনটি। চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে ১ পয়েন্টই যথেষ্ট ছিল ম্যান সিটির। ফুলহামের মাঠে সিটি ম্যাচটি জিতেছে ২-০ গোলে। ইলকায় গুন্দোয়ান ও আর্লিং হলান্ডের দুই অর্ধের দুই গোলে জিতেছে সিটি। এই জয়ে ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে লিগ শেষ করল আগের চারবারের চ্যাম্পিয়ন সিটি।
চতুর্থ হয়েছে চেলসি। নটিংহাম ফরেস্টের স্বপ্ন ভেঙে ১-০ গোলে জিতেছে লন্ডনের ক্লাবটি। ৫০ মিনিটে লেভি কোলউইলের গোলে জেতা চেলসির পয়েন্ট ৬৯। এভারটনের কাছে ১-০ গোলে হেরেও চ্যাম্পিয়নস লিগের টিকিট পেয়েছে নিউক্যাসল। প্রতিদ্বন্দ্বী অ্যাস্টন ভিলা ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-০ গোলে হারাতেই কপাল খুলেছে নিউক্যাসলের। নিউক্যাসল লিগ শেষ করল ৬৬ পয়েন্ট নিয়ে, ভিলার পয়েন্টও ৬৬। ভিলার কপাল পুড়েছে গোল পার্থক্যে পিছিয়ে থাকায়। ভিলার গোল পার্থক্য +৭, নিউক্যাসলের +২১। ষষ্ঠ হয়ে ভিলা এখন খেলবে ইউরোপা লিগে। ৬৫ পয়েন্ট নিয়ে সপ্তম হওয়া নটিংহাম জায়গা পেয়েছে কনফারেন্স লিগে।
শেষ দিনে লিগ চ্যাম্পিয়ন লিভারপুল ১-১ গোলে ড্র করেছে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে। ইসমাইলিয়া সারের গোলে ৯ মিনিটে এগিয়ে যায় প্যালেস। ৮৪ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান মোহাম্মদ সালাহ। এবারের লিগে মিসরীয় তারকার এটি ২৯তম গোল।
শেষ দিনে রানার্সআপ আর্সেনাল ২-১ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহাম ব্রাইটনের কাছে ৪-১ গোলে হেরে ১৭তম হয়ে লিগ শেষ করেছে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.