প্রভাত রিপোর্ট: স্বৈরাচার পালিয়ে গেলেও দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন গুরুত্বপূর্ণ। সোমবার (২৬ মে) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকের এসব কথা বলেন তিনি।
গয়েশ্বর বলেন, ফ্যাসিবাদ তাড়াতে পারলেও জনগণ এখনও গণতন্ত্রের নাগালের বাইরে। বিএনপি এখনও গণতন্ত্রের লড়াইয়ে আছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তা প্রতিষ্ঠা করা হবে।
তিনি আরও বলেন, গণতন্ত্র এখনও আলোর মুখ দেখেনি। গণতন্ত্রের লড়াইয়ে বিগত দিনে খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। তাকে হত্যার চেষ্টাও করা হয়। তারপরও তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থাকলেও সবসময় নেতাকর্মী ও জনগণের পাশে থেকেছেন। তিনি পুরো জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন। ছাত্র-জনতার আন্দোলনেও সহযোগিতা করেছে বিএনপি।
গয়েশ্বর বলেন, ১৭ বছর দেশে সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন-সংগ্রাম করেছে। জুলাই আন্দোলনে ছাত্রদের পাশাপাশি বিএনপির ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুব মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, নির্বাহী কমিটির সদস্য অপর্না রায় আবু নাসের রহমতুল্লাহসহ অনেকে।