আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রিমিয়ার লিগে সালাহর যে রেকর্ড আগে করেননি কেউই
প্রকাশের তারিখঃ ২৬ মে, ২০২৫
প্রভাত স্পোর্টস : ২০২৪-২৫মৌসুমে লিভারপুলের হয়ে শেষ গোলটা করলেন মোহাম্মদ সালাহ। ৮৪ মিনিটে তার করা ওই গোলের সুবাদে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ১-১ ড্রয়ে নিজেদের এবারের মৌসুম শেষ করেছে অলরেডরা। শিরোপা উৎসবের সঙ্গে এদিন প্রিমিয়ার লিগে এমন দুই রেকর্ড করেছেন সালাহ, যা তার আগে করে দেখাননি কেউই। এবারের লিগে ৩৮ ম্যাচে সালাহ গোল করেছেন ২৯টি। অ্যাসিস্ট ছিল ১৮টি। ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে এই মৌসুমে ১০ এর বেশি গোল এবং অ্যাসিস্ট আছে কেবল দুজনের। তাদেরই একজন সালাহ। নিজের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে জিতেছেন প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট এবং প্লে-মেকার অ্যাওয়ার্ড।
সর্বোচ্চ গোল এবং সর্বোচ্চ অ্যাসিস্টের পুরস্কারের পাশাপাশি প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সালাহ। এরইমাধ্যমে ইংলিশ লিগের ইতিহাসে একই সিজনে গোল, অ্যাসিস্ট এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া একমাত্র ফুটবলার হলেন এই মিশরীয় তারকা।
সালাহর এমন একক কীর্তি অবশ্য এখানেই থেমে নেই। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে একাধিক সিজনে গোল্ডেন বুট এবং প্লে-মেকার অ্যাওয়ার্ড জিতেছেন মোহাম্মদ সালাহ। এই কীর্তিও নেই আর কারোরই। ২০২৪-২৫ মৌসুমের আগে ২০২১-২২ মৌসুমেও এই দুই পুরস্কার ছিল সালাহর দখলে।
গোল্ডেন বুট পেয়ে রেকর্ড আরও একটা করেছেন সালাহ। ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে চার মৌসুমে গোল্ডেন বুট পেয়েছেন তিনি। সালাহ ছাড়া এই কীর্তি আছে কেবল ফ্রেঞ্চ কিংবদন্তি থিয়েরি অঁরির। চলতি মৌসুমের আগে ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০২১-২২ মৌসুমেও সর্বোচ্চ গোলদাতা ছিলেন সালাহ।
সেরার মঞ্চে বাকিসব পুরস্কার নিশ্চিত হলেও গতকাল সালাহ নিশ্চিত করেছেন প্রিমিয়ার লিগের আরও একটা রেকর্ড। এক মৌসুমে লিগে সবচেয়ে বেশি গোলে অবদান (গোল + অ্যাসিস্ট) এর টালিতে সালাহ নিজেকে বসিয়েছেন সবার ওপরে।
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলের মধ্য দিয়ে এই মৌসুমে ৪৭ গোলে অবদান রেখেছেন সালাহ। এই তালিকায় তার সঙ্গে আছেন অ্যান্ডি কোল এবং অ্যালান শিয়েরার। কোল এই কীর্তি গড়েন ১৯৯৩-৯৪ মৌসুমে। আর শিয়েরারের ৪৭ গোল-অ্যাসিস্ট এসেছিল ১৯৯৪-৯৫ মৌসুমে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.